![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]
এক আছে ভাবি আর এক আছে বুজি
দুজনের মাঝে আমি বাংলাকে খুঁজি।
বুজি আছে ক্ষমতায় রাজপথে ভাবি
বুজিকে হটাতে হবে একটাই দাবি—
ভাবি এই দাবি নিয়ে সোচ্চার আজ
দুজনের কপালেই চিন্তার ভাঁজ।
দুজনে খেলছে মাঠে খেয়ে খিলিপান
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’
দেশের বারোটা বাজে লাশ পড়ে কত
ভাবি-বুজি খেলে যায় নিজেদের মতো।
দেশ নিয়ে ভাবনার সময় তো নাই
ক্ষমতায় যেতে হবে চাওয়া একটাই।
হরতাল-অবরোধে দেশটা অচল
গণতন্ত্রের চাকা কে করে সচল?
বিশ্ববেহায়া নাচে, বুজি দেয় তাল
যুদ্ধাপরাধী নিয়ে ভাবি পাতে জাল।
সাধারণ মানুষের বাড়ে দুর্ভোগ
ভয়ের সঙ্গে হয় টেনশন যোগ।
আমরা কি এই দেশ করেছি স্বাধীন?
সাপ নিয়ে ভাবি-বুজি বাজাচ্ছে বীণ।
বীণের সুরেতে সাপ ফণা তোলে আর—
বিষ ছুড়ে দেশটাকে করে ছারখার।
ভাবি-বুজি আর কত লাশ চান লাশ?
দেশবাসী দুজনের নয় সেবাদাস।
Click This Link
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
হাসিনুল ইসলাম বলেছেন: িফল্ড মার্শাল ভাই, শেষমেষ সংবিধানের বাংলা সংস্করণটিও পেলাম।
ইংরেজি ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।
বাংলা ভাষায় আমাদের বর্তমান সংবিধান দেখুন।