নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় স্মৃতিচারন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

ব্লগার কথাটার অর্থ যা, আমি আসলেও সে অর্থে ব্লগারের মিনিং বুঝি না বা ব্লগার নই । সামুতে আসি , সময় কাটাই, কিছু লিখতে পারলে লিখি । বয়স হয়েছে ----অনেক, মে............লা বয়স । আমার সমবয়সী বন্ধুরা কেউই ব্লগিং করে না বা অনেক বন্ধু আছেন যারা কম্পিউটিংই করতে পারেন না । সে দিক দিয়ে আমি মনে হয় ভাগ্যবান। সময়ের সাথে তাল মিলিয়ে চলছি । ব্লগিং করি, সব সময় ব্রাউজিং করি পেশাগত সুবিধার্থে । সর্বদা নেটওয়ার্কের মধ্যেই থাকি ।



সামুতে আমার ভালই লাগে , খারাপ লাগে তখনই যখন আমাকে কেউ ভুল বুঝে গালি দেয় , ট্যাগিং করে । বা শ্রদ্ধেয় সঞ্চালকরা যখন আমাকে ব্যান করে দেয় । আমাকে কেউ কেউ ওষ্টা মারে । গালি দেয় । আমি অনেক সময় দূর থেকে কাইজ্জা দেখি । আমাকে একবার এক ব্লগীয় ভাই গুনে গুনে ১৭৫টা গালি দিয়েছিল - আমি তাকে কিছু বলিনি । আমি সেই ব্লগার ভাইয়ের নামে রিপোর্ট করতে পারতাম - তা ও আমি করিনি । অনেক ব্লগার ভাই আমার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে আগ্রহ প্রকাশ করেছেন - আমি সবিনয়ে তাদেরকে আমার সাথে যোগাযোগ করতে সম্মতি দিয়েছি । ওরা হয়তো আমার ছেলের বয়সী হবে । বা তার ও কম । তাতে কি আসে যায় ! আমার ছেলে ও আমাকে ব্লগিং করতে দেখে আমাকে নানারকম তথ্য উপাত্ত দেয় বা সাজেশন করে ।

আমার দেখাদেখি আমার ছেলে ও ব্লগিং করতো, কিন্তু কি এক কারনে মডু ভাইয়েরা আমার ছেলেকে ব্যান করে দেয় ।

অনেক বন্ধু - বান্ধবী হয়েছে সামুর কারনে ।



আমি নিজেও অনেকবার ব্যান খেয়েছি । আমি সামুর কাছে অনেকদিন নিষিদ্ধ ছিলাম । পরে জানাপু'র সাথে যোগাযোগ করে ও আশানুরুপ ফল পাইনি ।



জানাপু আমার পরিচয় জানেন না, যদি জানতেন তাহলে আমাকে ........ (?) । হয়তো ভুলে গেছেন । আমি তার খুব কাছের মানুষদের একজন । যাইহোক, সামুর কারনে আমার তিতামিঠা সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে ।



বন্ধরা তোমরা সবাই ভাল থেকো । সুস্থ শরীরে দীর্ঘায়ূ হও । ব্লগে কাইজ্জা কইরো না । গালাগালি কইরোনা ।



তোমাদের সবাইকে ব্লগীয় শুভেচ্ছা ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

শুঁটকি মাছ বলেছেন: আপনিও ভাল থাকুন।শুভ কামনা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

িফল্ড মার্শাল বলেছেন: আপনাকে ধন্যবাদ । সুস্থ থাকুন সর্বদা । বাবা-মা’র খেদমত করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.