![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]
মেয়ে – জান! জানো? আজ না আমার
সামনে দিয়ে ইয়া বড় একটা লাল
পিপড়া হেটে গেছে ।
ছেলে – হায় আল্লাহ !! কি বলছ সোনা?
তোমাকে কামড় দেয় নাই তো?
মেয়ে – নাহ জান । আমি যে কি ভয় পেয়েছিলাম !! আমি তো দেখেই দৌড়ে অন্যরুমে চলে গেছিলাম ।
ছেলে – এই তো লক্ষী মেয়ে । পিপড়া দেখলেই
সবসময় দৌড় দিয়ে দুরে চলে যাবে। কিন্তু
দেখো দৌড়াইতে যাইয়া আবার পরে যেওনা ।
মেয়ে – তুমি আমার কত্ত কেয়ার নেও জান !!
ছেলে – (ছেলে খুশিতে গদগদ) তুমি ছাড়া আমার আর কে আছে সোনা…
কাল বন্ধুর এমন কথোপকথন দেইখা মনে পড়ল
আমার প্রাক্তন ইয়া (!) রে এক ছেলে প্রেম
নিবেদন শুরু করছিল । বেচারি বাধ্য হইয়া ওই
ছেলেরে ঝাড়ি দেওয়ার জন্যে আমার
সাথে ফোনে কনটাক্ট করায় দিছিল । আর
আমি নালায়েক, কিনা ওই পোলারে কইছিলাম ভাই লাইগা থাকেন । ২/৩ দিন রাগ
দেখাবে পরে আস্তে আস্তে দেখবেন প্রেম
জমে ক্ষীর ।”
এতদিনে বুঝলাম আসলে কেমনে কি
ভবিষ্যতে আর ভুল করা যাইবেক না ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
ইমরান-উল-ইসলাম বলেছেন: আমি নালায়েক, কিনা ওই পোলারে কইছিলাম ভাই লাইগা থাকেন । ২/৩ দিন রাগ
দেখাবে পরে আস্তে আস্তে দেখবেন প্রেম
জমে ক্ষীর ।
হাহ হাহ হা.।.।.।.।
নাহ !! ভবিষ্যতে আর ভুল করা যাইবেক না ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
একজন ঘূণপোকা বলেছেন: