নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

অজানা মজার তথ্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

জগতে কত খবরই না মানুষ জানতে চায়। তথ্য জানার জন্য মানুষ করে নানা জরিপ। আবার লোককথাও হয়ে যায় তথ্য বা জ্ঞানের উৎস। আজ তেমনি বিভিন্ন উৎস থেকে পাওয়া কয়েকটি মজার তথ্য পাঠকদের জন্য-

১. মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয়না বা পচে যায়না

২. বলা হয়ে থাকে বার্মাতে পাগলের সংখ্যা সবচেয়ে বেশী

৩. এমেরিকান বিজ্ঞানী জনরিড কে ১৩০ বার সাপে কামড়ালেও তিনি মৃত্যুবরন করেন নি

৪. প্যারিসে রয়েছে কুকুরদের জন্য বিশেষ হোটেল

৫. ভারতের রাইখান জঙ্গলের মেয়েরা গাছের পাতাকে ড্রেস হিসেবে পরিধান করে

৬. বলা হয় মেয়েদের অধিকাংশ লিপস্টিক তৈরি হয় মাছে আঁশ থেকে

৭. নীল রংকে আলাদা করে চিনতে পারা পেঁচাই একমাত্র পাখী

৮. একটি নীল তিমির জিহ্বার ওজন একটি হাতির থেকেও বেশী হতে পারে

৯. বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে

১০. যুক্তরাষ্ট্রে প্রতিদিন যে পরিমাণ পিৎজা খাওয়া হয় তা এক সাথে রাখলে ৭৫ একর পার হয়ে যাবে।

১১.গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে একটু বেশী ভারী।

১২. মানুষের জন্মনিয়ন্ত্রণ পিল গরিলার উপরেও কাজ করে সমানভাবে।

সূত্র- ওয়েবসাইট





Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

ঢাকাবাসী বলেছেন: মজার তথ্যগুলো জেনে ভাল লাগল।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

বেকার সব ০০৭ বলেছেন: ১১.গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে একটু বেশী ভারী। এই তথ্যটা নতুন জানলাম

পোস্টে++++++++

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩

দি সুফি বলেছেন: ১১.গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে একটু বেশী ভারী।

তার মানে কইতে চান, এক কেজি গরম পানির ভর এক কেজি ঠান্ডা পানির চাইতে বেশি?? :-& :-&

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

ঢাকাবাসী বলেছেন: আলোচিত তথ্যটি ভুল দিয়েছেন ফিল্ড মার্শাল। পানি গরম হলে স্পেসিফিক গ্র্যাভিটি বা সামগ্রিক ভর কমে যায়। ঠান্ডা পানির ঘনত্ব বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.