![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]
আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমন করার জন্য লিখছি না । জানার জন্য বা মতামত নেয়ার জন্য নিরপেক্ষ থেকেই লিখছি ।
১। জনাব পিয়াস করীম কি জীবিত অবস্থায় শহীদ মিনারে গিয়েছিলেন ? যদি গিয়ে থাকেন তাহলে তথ্যসূত্র দিবেন ।
২। শ্রদ্ধা নিবেদনের জন্য মৃত লাশ কি শহীদ মিনারেই নিতে হবে ? শহীদ মিনারের পরিবর্তে রমনা পার্কে বা যে কোন মসজিদের সামনে রেখে শ্রদ্ধানিবেদনে সমস্যা কোথায় ?
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০
িফল্ড মার্শাল বলেছেন: আমার জানার বিষয়বস্ত ছিল, অতীতে পিয়াস করীম শহীদ মিনারে গিয়েছিলেন কিনা ? গিয়ে থাকলে তার তথ্য প্রমান চাই । আপনি যে রকমটি জানেন, আমি ও ততটুকুই জানি । শহীদমিনারে নিলে কেউই বেহেশতে যাবে না ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহা ভাল বলেছেন!
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১
লাতি বলেছেন: পিয়াস করিম কোন জনপ্রতিনিধী নয়, কোন কবি বা লেখক নয়, দেশের উন্নয়নের তার কোন অবধান নেই, নেই কোন জনকল্যাণ মুলক র্কমকান্ডে তার আবদান, কোন দলের নেতা নয়, কোন সমাজ সেবক বা বিশিষ্ট নাগরিক নয়। তিনি যাষ্ট একজন চাকুরী জীবি, তার নেই কোন পারিবারিক ঐতিহ্য, তার পিতা ছিল একজন কু খ্যাত রাজাকার, তার পেষা ছিল শিক্ষাকতা, একটি সামান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল মাত্র, ব্যাস এই টুকু তার পরিচয়।
পিয়াস করিম নামে কোন ব্যাক্তিকে আগে চিনতান কেউ, হঠাৎ আওয়ামীলীগের পেচনে বাশঁ দিয়ে, ও বি,এন,পি জামাত পন্থী কিছু মিডিয়ার কল্যাণে মিথ্যা তথ্য সন্ত্রাস চালানোর সুযোগ পেয়ে বিখ্যাত হয়ে যান এই পিয়াস করিম।
জনগনের শ্রদ্ধা জানাতে তার লাশ শহীদ মিনার প্রাঙ্গনে কেন নিয়ে যেতে হবে তা বুঝলাম না?
জনগনের শ্রদ্ধা জানানোর কি আর কোন জায়গা নেই? ঢাকায় কত মাট, কত খোলা জায়গা আছে সেখানে তো তার লাশ রাখা যায় জনগনের শ্রদ্ধা নিবেদনের জন্য।
তাছাড়া শহীদ মিনার তো বাংলাদেশে একটি নয়, পিয়াস করিমের পরিবার যদি মনে করে তার লাশ শহীদ মিনার প্রাঙ্গনে না নিলে তিনি বেহেস্তে যাবে না, তা হলে তারা নিজে নিজে কিছু পয়সা খরচ করে নিজেরাই একটি শহীদ মিনার বানিয়ে সেখানে তার লাশ রাখতে পারেন , সেখানে গিয়ে বি,এন,পি জামাত শিবির শ্রদ্ধা জানাতে পারবে।
আমি মনে করি, তার লাশ রাখার সর্বোচ্চ সম্মানিত ও নিরাপদ জায়গা হলো জামাত শিবিরের কেন্দ্রীয় অফিস,
জামাত শিবিরের কেন্দ্রীয় আফিসের সামনে যদি পিয়াস করিমের লাশ রাখা হয় সেখানে শহীদ মিনারের চেয়ে বেশী মানুষ তাকে শ্রদ্ধা জানাতে যাবে।