![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায় সহ্য করা খুব কঠিন।। কিন্তু বাস্তব বড়ই নির্মম।
বাংলাদেশের সার্বভৌমত্বের মুখে উষ্ঠা দিয়ে, বাঙালী জনগনকে শায়েস্তা করার জন্য ভারতীয় জনতা পার্টি উগ্র দলটা বাংলাদেশে আসতেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদ করার নামে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঢাকামুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার এই লংমার্চ কর্মসূচি পালন করা হবে। শত শত দলীয় কর্মী এবং সমর্থক আজ আগরতলা দিয়ে আখাউড়া সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে বলে জানায় পার্টির ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত।
শনিবার লংমার্চ কর্মসূচি ঘোষণা করে পার্টির ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়ে বলেছে, কেন্দ্রীয় নেতারা তাদের এই কর্মসূচিকে অনুমোদন করেছে। সুনীল দাসগুপ্ত বলেছে, আমরা জানি সীমান্তে আমাদের বাধা দেয়া হবে। কিন্তু তাই বলে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর অবিরাম সহিংসতা দেখে চুপ করে বসে থাকতে পারি না।
তার দাবি, বাংলাদেশে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই। বিজেপি এ বিষয়টি লোকসভায় উত্থাপন করে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
ঢাকা থেকে বলেছেন: বলেন কি?
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯
শহীদ উল্লাহ (কিরণ) বলেছেন: এক জন সাধারণ মানুষ হিসাবে হিন্দু বা মুসলিম যে কোন র্ধমের লোকদের প্রতি নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাই, তায় বলে কোন বিদেশী অন্যএকটি স্বাধীন দেশের সীমানা অতিক্রম করা আপরাধ,
১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪
ঢাকা থেকে বলেছেন: জনগন ল্যাবড়া হইলে এমনই হবে।
দুই দিন পরে প্লেটের ভাত কাইড়া নিয়ে যাবে।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
কাঠুরে বলেছেন: বিজেপির পশ্চাৎদেশে চাবি মারতেছে কে তা সাধারণের বুঝার বাকি নাই।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
ঢাকা থেকে বলেছেন: জামাতের লগে নাকি বিজেপির গোপন যোগাযোগ আছে?
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
কাঠুরে বলেছেন: হ। তা আর কইতে, বারাক ওবামা, টনি ব্লেয়ার, জাতিসংঘের লগেও আছে।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: কি কন ভাই
মুই তো ডড়াই
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩১
ঢাকা থেকে বলেছেন: জামাত-বিজেপি কানেকশন।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
নদীর তীরে বলেছেন: হিন্দু নির্যাতনের ধোয়া তুলে বিজেপি যদি লং মার্চ করে তাইলে এদেশের উচিত ভারত দখল করা ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০
ঢাকা থেকে বলেছেন: ভারতে যে হিসেবে মুসলিম শহীদ হয় প্রতিদিন, তার প্রতিবাদ স্বরুপ
বাংলাদেশের জনগনের উচিত ভারত দখল করে উপযুক্ত শাস্তি দেয়া।
বি জে পি ( ভারতীয় জংলা পার্টি) মিথ্যা যুক্তিতে বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বে নেতিবাচক ধারনা দেয়ার জন্য এই শয়তানির আয়োজন করছে।
৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০
কাজী মামুনহোসেন বলেছেন: আমি সবসময় সংখ্যালগু নির্যাতনের বিপক্ষে।
জামায়াত শিবিরকে যতটা ঘৃণা করি ততটা ঘৃণা করি বিজেপিকে ।
বাংলাদেশে আইলে সবার আগে হালাগ ট্যাঙানু দরকার।
যত্তসব জানোয়ারের দল....
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৯
ঢাকা থেকে বলেছেন: জামাত বিজেপিকে যে উস্কিয়ে দেয় নাই তার গ্যারান্টি কি?
বিজেপির সাথে জামাতের গোপন সমঝতা আছে। এটা আর আগেও মিডিয়াতে এসেছে।
যাই হোক, আমাদের সীমান্ত যে এ পাটখড়ির বেড়ার চেয়েও দুর্বল তা বলার অপেক্ষা রাখে না।
আসলেই একটাও যেন জীবিত না যেতে পারে।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১
আব্দুল্লাহ নাটোর বলেছেন: কিছু সময় পড়ে জামাত শিবির উপাধি পাইতে পারেন ভাই। এই সব কথা বলা নাজায়েজ । সীমানা খুলে না দিলে দাদারা রাগ করবে তো, আর রাগ করলে কি হবে জানেন নিশ্চয় ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০
ঢাকা থেকে বলেছেন: বাংলাদেশে ওগুলো আসলে লাশ ও দেয়া হবে না।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
আশফাক সুমন বলেছেন: আব্দুল্লাহ নাটোর বলেছেন: কিছু সময় পড়ে জামাত শিবির উপাধি পাইতে পারেন ভাই। এই সব কথা বলা নাজায়েজ । সীমানা খুলে না দিলে দাদারা রাগ করবে তো, আর রাগ করলে কি হবে জানেন নিশ্চয় । -----
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
ঢাকা থেকে বলেছেন: জামাত-বিজেপি কানেকশন
১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
বুড়ো বলেছেন: চিন্তা নাই। তারা আসবেন। শাহবাগীদের সাথে "জনমঞ্চে" যোগ দেবেন। দেশ উদ্ধার হবে। আসুন আমরা স্বাগত জানাই।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
ঢাকা থেকে বলেছেন: দেশ উদ্ধারে ভারতীয় কোন লোককে আমাদের দরকার নেই। যারা সীমান্তে মানুষ গনভাবে হত্যা করে তারা কখনো আমাদের উপকার চায় না।
আন্দোলনকে টুকরো টুকরো করা হয়েছে।
আন্দোলনে যারা আছে তারা মুনাফেকী না করলেই হয়।
তাহলেই সব উদ্ধার হবে।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আমি কাউকে হত্যা করার পক্ষে নই তবে বাংলাবিরোধীদের প্যাদানোর পক্ষে......
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
ঢাকা থেকে বলেছেন: ভারতীয়রা সব দিক থেকে বাংলাদেশের গলাটিপে ধরে বসে আছে।
কেউ আপনার গলা টিপে ধরলে আপনি কি তাকে আদর করবেন?
১২| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
আহসান হাবিব হীমূ বলেছেন: বুঝলাম সবাই পাগল হয়া গেল নাকি আমার নিজের ২ টা পাও গোল? বিজেপি লংমারচ কইরা ঢাকা আইব?আপ্নেরা কি ভাবেন ওগো দেশের বর্ডার পার করতে পারব? ওরা যেই বাল চাইসিল তা হইল আবাল বাংলাদেশি কিছু মানুষের কান্দাকান্দি এইটা লইয়া। অগো উদ্দেশ্য সফল হইসে নাইলে এই ধরনের পোস্ট দেখতাম না।
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৩
আশিকুর রহমান ১ বলেছেন: বান্দীর পোলারা যখন কাঁটাতারের বেড়ায় আমার বোন ফেলানীর লাশ ঝুলে তখন কোথায় থাকে তোদের মানবতা! আয় খালি একটা একটা কইরা পিটাইয়া তোদের কাঁটাতারের বেড়ায় ঝুলাইয়া দিয়া আমার বোন ফেলানী হত্যার প্রতিশোধ নিমু
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
ঢাকা থেকে বলেছেন: ঠিক।
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৪
রাজ্য এবং রুপকথা বলেছেন: এই দেদারা ফেলানী & অন্য সীমান্ত হত্যার সময় কোখানে ছিলেন ?? :@
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
ঢাকা থেকে বলেছেন: সীমান্তরক্ষার স্বার্থে প্রয়োজনে সব বাঙালীকে মারা হবে।
এ হলো দ্যাদ্যাদের নীতি।
১৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
গেস্টাপো বলেছেন: এদের বোমা মাইরা উড়ায়া দেওয়া হউক
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
ঢাকা থেকে বলেছেন: টিপ্পনি কাটেন কেন?
যখন ডজনে ডজনে ফেলানীরে মারে তখনতো আমরা আঙ্গুলই চুষতেছিলাম।
এখন যদি বাংলাদেশকে দখলও করে তখনও বোধাই জনগণ মিলে ঘরে বসে আঙ্গুলই চুষবো।
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
অবুঝ পাঠক বলেছেন: আইতে দেন ধুতি খুইল্লা রাইখা দিমু দাদাগো
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
ঢাকা থেকে বলেছেন: আর কিছু করবেন না?
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
নেক্সাস বলেছেন: আসেন আঙ্গুল চুষি
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঢাকা থেকে বলেছেন: সীমান্তের হত্যাগুলোর সময়ও তো আঙ্গুল চুষছিলাম।
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
আহলান বলেছেন: এসব পোষ্টে ঐসব ছাগুতঙ্কে ভোগা রোগীগুলো ভুলেও পা ফেলে না ... পাছে আবার অন্তঃসত্বা হয়ে যায় ....
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
ঢাকা থেকে বলেছেন: হায় হায় হায়!!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬
নাজ_সাদাত বলেছেন: আপনার এই লেখা আছে কি করে? আমি যাই লিখি তাই গায়েব হয়ে যায়