![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায় সহ্য করা খুব কঠিন।। কিন্তু বাস্তব বড়ই নির্মম।
আমাদের কাঁচামাল, আমাদের ভূমি, দ্বিগুণ পরিমাণ তেল আমাদেরই দিতে হবে, আমাদেরই কৃষিজমি, আবাসস্থল, পানি, বন, জনজীবন ও অর্থনীতি বিসর্জন দিয়ে এই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করা হবে- তারপরও মাত্র ১৫% বিনিয়োগ করে আর ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণের ব্যবস্থা করে (যে এই ঋণ আমাদেরই পরিশোধ করতে হবে) অন্যায়ভাবে ৮৫% মালিকানা তুলে দেয়া হলো ভারতীয় কোম্পানি এনটিপিসি’র হাতে। আর সেই এনটিপিসি নিজের ইচ্ছামতো চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ আমাদের কাছেই বিক্রি করে বিলিয়ন-বিলিয়ন মুনাফা লুটবে। খোদ ভারতের মাটিতে বিনিয়োগ করেও এতো মুনাফা লুটতে পারবে না কোনো ভারতীয় কোম্পানি।
ভারতীয় লুণ্ঠন আর আধিপত্যবাদের কাছে জাতীয় স্বার্থকে বিকিয়ে দেয়ার এটাই শেষ পদক্ষেপ না, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করে যে পরিমাণ মুনাফা করবে ভারতীয় কোম্পানি তার পুরোটাই যেন ভারতে নিয়ে যেতে পারে, তার জন্য কোম্পানিকে ১০ বছরের কর রেয়াত সুবিধা দিয়ে দিল সরকার। এই কর রেয়াত সুবিধা দিয়ে বাংলাদেশের কোটি কোটি টাকা লোকসান মেনে নিয়ে সরকার দেশকে ভারতের কাছে হেয় ও অথর্ব প্রতিপন্ন করে দিলো।
সারা বিশ্ব এ বীরের জাতিকে এমন একটি দেশের কাছে অপদস্ত অবস্থায় দেখছে, যে দেশটি আদতে এদেশের শত্রু, মুসলমানদের শত্রু, ইসলামবিদ্বেষী এবং যে দেশটি নির্বিচারে সীমান্তে নিরপরাধ বাংলাদেশীদের হত্যা-যুলুম-নির্যাতন করে যাচ্ছে। এ ধরনের অসম চুক্তি স্বাক্ষরের মানে হচ্ছে- ভারতীয় সাম্রাজ্যবাদী পুঁজির অধীনস্থতা মেনে নেয়া, যা কস্মিনকালেও এদেশের জনগণ মেনে নিবে না।
১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৪০
ঢাকা থেকে বলেছেন: দেশকে ঘিরে চতুর্মুখী আগ্রাসন।
বাঙালীর হুশ হবে শেষ মুহুর্তে।
তখন কিছুই করার থাকবেনা।
২| ১৩ ই মে, ২০১৩ সকাল ৭:৩৩
জাহাঙ্গীর জান বলেছেন: প্রথমে আমাদের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি পরিবর্তন হওয়া উচিত সেখানে আমাদের হীন মানসিকতার বিকাশগঠে যখন বি এন পি ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান হয়েগেছে বলে কিছু লোক এইভাবে মনের ভাব প্রকাশ করে আবার আঃলীগ ক্ষমতায় গেলে হৈ, হৈ রব উঠে দেশ ভারতের হাতে চলেগেছে সরকার পাগল এই জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিবে সেটা ভাবার কোনো কারণ নেই ।
১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩
ঢাকা থেকে বলেছেন: একটা সরকারও দেশের কথা ভাবে না, জনগণের কথা ভাবেনা।
সবগুলোই জালেম।
৩| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৬
জাহাজ ব্যাপারী বলেছেন: কাঁঠালের বিচি পেলে তো গুণবেন?!
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
ঢাকা থেকে বলেছেন: সেটাও কপালে ঝুটবে না।
৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০২
মৌনতা০১ বলেছেন: Click This Link
Click This Link
প্রথম পোস্ট টা স্টিকি ছিল। সাভার ট্রাজেডির পর মডারেটর জানা পোস্ট টি সাময়িকভাবে সরিয়ে দেন । এখনো সেই পোস্ট আবার স্টিকি করার কোন লক্ষন দেখছি না। নাকি মেইন স্ট্রিম মিডিয়ার মত এই ব্লগ এবং তার মডারেটররা ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেলেন?
পুরো দেশ যে চুক্তিতে ক্ষতিগ্রস্ত হবে তা রুখতে এত সময় লাগে কেন? মডারেটর জানা জবাব দেবেন কি?
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১০
ঢাকা থেকে বলেছেন: জনগণকেই তার অধিকার ধরে রাখতে হবে।
আমরা এমন এক সময়ে এসে পৌঁছেছি যে নিজেদের অধিকার ধরে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধে থাকতে হচ্ছে।
৫| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬
হাসিব০৭ বলেছেন: আসুন, দেশটাকে গিলে খাই
ভাত এর উপর চাপ কমাই
ভাত দে নইলে তোর শাড়ি খাব
১৪ ই মে, ২০১৩ রাত ২:৩১
ঢাকা থেকে বলেছেন: বিএনপি, আম্লীগ উভয়ই ভারততোষনকারী।
জামাত ও তলে তলে কম যায় না।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ সকাল ৭:০৫
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই রামপালের কথা সবাই ভুলে গেছে
এখন সবাই অন্য ইস্যু নিয়ে ব্যস্ত। সুন্দরবন যে ধ্বংস হতে চলছে তাতে কার কি যাই আসে