নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদই হলো সবচেয়ে বড় জিহাদ।

যুদ্ধাপরাধীদের বিচার চাই, ফাঁসি চাই, হতে হবে।

ঢাকা থেকে

অন্যায় সহ্য করা খুব কঠিন।। কিন্তু বাস্তব বড়ই নির্মম।

ঢাকা থেকে › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র। পৃথিবীর সবচেয়ে হাস্যকর, উদ্ভট ও গাঁজাখোরি চুক্তি।---(২)

১৫ ই মে, ২০১৩ সকাল ১১:৪২

ওরিয়ন গ্রুপের সাথে পিডিবির চুক্তির সংবাদ থেকে দেখা যাচ্ছে কয়লাভত্তিকি কন্দ্রেগুলোর মধ্যে মুন্সীগঞ্জের মাওয়ায় ৫২২ মেগাওয়াটের কয়লা বিদ্যুত কেন্দ্র থেকে প্রতি ইউনিট ৪ টাকা এবং খুলনার লবণচোরায় এবং চট্টগ্রামের আনোয়ারায় ২৮৩ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র তিন টাকা ৮০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে পিডিবি।



কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের গাঁজাখোরী দাম দেখুনঃ



ভারতের এনটিপিসি প্রাক সমীক্ষা শেষে পিডিবির কাছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১৪ টাকা দাবি করেছিল।



এনটিপিসি আবার প্রাক সমীক্ষা করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আট টাকা ৫৫ পয়সা করার কথা বলে।



পরে এ বিষয়ে এক মত না হওয়ায় এখন মূল্য নির্ধারণ ছাড়াই বিদ্যুৎ কেনার চুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হওয়ার পর মোট ব্যয় ও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি ইউনিট জ্বালানির মূল্য সমন্বয় করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে।



কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এমনকি বেসরকারি খাতের প্রস্তাবিত মূল্যের চেয়েও বেশি মুল্যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে।



=========================

এই হলো গাঁজাখোরী চুক্তি।



আসুন সকলেমিলে পৃথিবীর সবচেয়ে গাঁজাখোরী চুক্তিটাকে বঙ্গপোসাগরে নিক্ষেপ করি।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০৯

সমকালের গান বলেছেন: সহমত।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:২২

ঢাকা থেকে বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

বিস্কুট বলেছেন: সুন্দরবনকে ধ্বংস না করে বরং তোরা কিছু টাকাপয়সা ভারতকে নগদে দিয়ে দে বেহায়া সরকার কোথাকার।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:২৩

ঢাকা থেকে বলেছেন: সুন্দরবন ধ্বংস সহ এ চুক্তির ভয়াবহতার অনেক দিক আছে।

কোন মুর্দা লোক ও এধরনের চুক্তি করবে না।

৩| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

িট.িমম বলেছেন: এই সারে চার বছরে এতো দিলা তবু শখির প্রাণ ভরেনা, অবশেষে বাংলাদেশের পর্যটন প্রাণ সুন্দরবনও দিতে হবে? আল্লাহ যে কবে এই আওয়ামী দুঃসাশন থেকে জাতিকে মুক্তিদিবে।

৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:১৯

সোহানী বলেছেন: ভাই কেন এখনো সুশীল সমাজ মুখ খুলছে না!!!!! যেভাবেই হোক সুন্দরবন রক্ষা করতে হবে.............

৫| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭

ম্যাংগো পিপল বলেছেন: সুন্দরবনকে ধ্বংস না করে বরং তোরা কিছু টাকাপয়সা ভারতকে নগদে দিয়ে দে বেহায়া সরকার কোথাকার। [/sb

এই দেশ বিরোধী, মামলা এবং গ্রেপ্তারবাজ সরকারের বিচার জনগন একদিন করবে।

৬| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭

ঢাকাবাসী বলেছেন: এই লাভের টাকার একটা মোটা অংশ নাকি ঐ প্রিয় উপদেস্টা আর তার বস সবাই পাইবেক। এখন তো আর রামপাল কেন্দ্র বানানো বন্ধ করার উপায় নাইকো, কমিশনের টাকা তো অগ্রীম ভাগাভাগী হইয়া গিয়াসে!! কি হপে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.