![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায় সহ্য করা খুব কঠিন।। কিন্তু বাস্তব বড়ই নির্মম।
১) নিজেকে হারাম বস্তু থেকে বাঁচাও, যা কিসমতে আছে তার উপর সন্তুষ্ট থাক; তবে ছুফী হতে পারবে।
২) মনে রেখ মিথ্যাবাদী ভদ্র হয় না, হিংসুক আরাম পায় না, চরিত্রহীন নেতৃত্ব করতে পারে না।
৩) দুশ্চরিত্রের সাথে চলাফেরা করিও না। তাহলে তোমার চরিত্র নষ্ট হতে সময় লাগবে না।
৪) কারো গুণ দেখলে প্রশংসা করিও। দোষ দেখলে গোপন রাখিও এবং কেউ অন্যায় করিলে ক্ষমা করিও; তবেই তুমি নেককার মানুষ।
৫) ক্রোধ-এর উৎপত্তি আগুন থেকে আর আগুন দ্বারাই দোযখ তৈরি করা হয়েছে। অতএব, সর্বদা ক্রোধ বর্জন কর।
৬) পাঁচ প্রকার লোকের সাথে সংশ্রব রাখিও না। এক. মিথ্যাবাদী, কারণ মিথ্যাবাদীর কথায় বিশ্বাস স্থাপন করে তুমি ক্ষতিগ্রস্ত হবে। দুই. কৃপণ, কারণ কৃপণ নিজ লাভের জন্য তোমার ক্ষতি করে বসবে। তিন. নির্দয়, কারণ নির্দয় বিপদের সময় তোমার প্রতি দয়া দেখাবে না। চার. কাপুরুষ, কারণ কাপুরুষ বিপদের সময় নিজ নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। পাঁচ. ফাসিক, কারণ ফাসিকের নির্দিষ্ট কোনো চরিত্র নেই। সে নিজ স্বার্থে যা ইচ্ছা তা-ই করতে পারে।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সবসময় আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার মুল্যবান নছীহত মুবারক পালনের তাওফীক দান করুন। আমিন!
ইমামুস সাদিস হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার সম্পর্কে জানুন।
(সংগৃহীত)
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩০
ঢাকা থেকে বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩১
আতা2010 বলেছেন: খুবই সুন্দর। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩২
ঢাকা থেকে বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৩| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৪০
টি-ভাইরাস বলেছেন: খুবই সুন্দর
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৪৩
ঢাকা থেকে বলেছেন: এ মুবারক নসীহত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা দরকার।
৪| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
হাসান বৈদ্য বলেছেন: ভাল লাগলো
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৬
ঢাকা থেকে বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ৮:২৫
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ।