নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারে বাঁচান ( ছেপ করেন)

আমি খুব ভালো মানুষ

নীল জানালা

আমি খুব ভালো মানুষ।

নীল জানালা › বিস্তারিত পোস্টঃ

আম্লিগ, বেম্পি, জামাত, জাপা ভাই ভাই- এক দড়িতে ফাঁসি চাই।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

সাধারন ব্লগারদের উদ্দেশ্যে বলছি, যারা উপরোল্লিখিত দলগুলার টাকায় পালিত নন, যারা সৎ রোজগারের ভরসা করেন, যারা চাকরি পাবার জন্য বা ব্যাবসায় সফলতার জন্য নিজের চেস্টার উপর ভরসা করেন এবং উপরোল্লিখিত দল সমূহের নেতা নামধারী বদমাসদের সুপারিশের ধার ধারেননা, যাদের পরিশ্রমের টাকায় অর্জিত স্বাস্থ্য এবং সম্পদ উপরোল্লোখিত দলসমূহের লালসার আগুনে পুড়ে ছাই হয়, যারা প্রতিনিয়ত ওদের অমানবিক মারপিট আর হানাহানির দৃশ্য দেখে দেখে বিতশ্রদ্ধ, বিব্রত আর হতাশ - তাদের উদ্দেশ্যে বলছি। দেশের মালিক আপনি, ওরা নয়। এই দেশকে আর ওদের গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে দেওয়া যায়না। সময় এসেছে ঐ হায়েনাগুলির হাত থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার। সময় এসেছে দুস্কৃতিকারীদের কবলে পতিত দেশমাতৃকার সম্মান সম্ভ্রম আর সম্বলকে রক্ষা করতে রুখে দাঁড়াবার। সময় এসেছে ঐ কীটদের ধ্বংস করার। যে যেখানে যে অবস্থায় আছেন, নেমে পরুন সশস্ত্র যুদ্ধে। আপনি যদি সেনাবাহিনীর কেউ হন এবং উর্ধতন দুর্বৃত্তগুলার সান্নিধ্যে যাবার সুযোগ আপনার থাকে তবে ধ্বংস করুন ওদের। আপনি কোন এলাকার বাসিন্দা, সাধারন নাগরিক - ধ্বংস করুন একটি গুন্ডা বা ক্যডারকে। এভাবে শুরু হয়ে যাক দেশের শুদ্ধিকরন প্রক্রিয়া। আপনার নিজের জন্য না হলেও, আপনার সন্তানের জন্য একটা নস্ট রাজনিতির বিষবাষ্পমুক্ত, নির্বিঘ্নে বসবাসের উপযোগী দেশ রেখে যাবার জন্যে নেমে পরুন শয়তান নিধনের অভিযানে। আশা করবো সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি সশস্ত্র বাহিনীর সৈনিকেরাই শুরু করবেন এবং নেতৃত্ব দিবেন এই পরিচ্ছন্নতার অভিযানে। আপনারা আপনাদের সুযোগের সদ্বব্যবহার করুন। মুক্ত করুন দেশ আর দেশবাসীকে ঐ নরক যন্ত্রনা থেকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

মুহসিন বলেছেন: ধ্বংস নয়, শান্তির রাজনীতি দরকার। বহু যুদ্ধ দেখেছি আর দেখতে চাইনা। আর বিভক্তি নয়, দেশ গঠনে আমাদের আত্মনিয়োগ করা উচিৎ।

আমরা মারামারি করে ধ্বংস হয়ে গেলে কার লাভ বলুন? অন্ততঃ আমাদের নয়।

হয়তো ভিন্ন কোন দেশের। যারা জিডিপিতে আমাদের ব্যবহার করে অনেক উচুতে উঠতে চায়, বা তাদের বৃহৎ কোন স্বার্থ হাসিল করতে চায়।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: নিরপেক্ষ ভোটের মাধ্যমেই সব সম্ভব,এবং অবশ্যই সেটা কোন রাজনৈতিক দলের অধীনে নয়।অনূগ্রহকরে এভাবে হানাহানির কথা বলে দেশের ১৩টা বাজাবেন না।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

স্যার ... বলেছেন: Divide and rule. Somehow we are divided.

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

শান্ত কুটির বলেছেন: বাংলার জনগন সারা জীবন পশ্চাতদেশের মতো বিভক্ত এবং উভয় ভাগের মাঝখান থেকে সর্বদা দুর্গন্ধই নির্গত হয় ভাল কিছু নয় এবং ইহা চিরকাল চলিবে। সত্য বলার জন্য দু:খিত।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সেমিবস বলেছেন: নিরপেক্ষ ভোটের মাধ্যমেই সব সম্ভব
অবশ্যই সেটা কোন রাজনৈতিক দলের অধীনে নয়

৬| ০৯ ই মে, ২০১৫ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: না,এই বয়সে সে সুযোগ আর নেই।। এখন প্রথম চিন্তা পরিবারকে নিয়েই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.