নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারে বাঁচান ( ছেপ করেন)

আমি খুব ভালো মানুষ

নীল জানালা

আমি খুব ভালো মানুষ।

নীল জানালা › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ : আসিফ মহিউদ্দীন

১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০২

নাস্তিকতার নামে কিছু উটকা ছাগ্লামির কথা বাদ দিলে আসিফ মহিউদ্দীন একজন সত্যিকারের মুক্তমনা ব্যাক্তি। কথা বলার সময় (ব্লগ বা ফেবু স্ট্যাটাস লেখার সময়) সে কোন দল বা মতবাদের সাথে বাধ্যতামুলক সামন্জস্যতা রক্ষা করে চলেনা। যা বলা উচিত বলে মনে করে তাই বলে। কথা কোন ক্ষমতাবান বা অক্ষমের পক্ষে বা বিপক্ষে গেল কিনা এসব বাছ বিচার করার মত "সচেতন স্বার্থবাদী" মানুষ সে নয়। দেশে থাকলে হয়তো এই চর্চাটা সে করতে পারতোনা। এখানে সবাই একটা নির্দিস্ট মহলকে তোয়াজ করে, তেল মেরে এবং তাদের নিরধারিত টপিক অনুযায়ী কথা বলে। বাংগালী মেরুদন্ডহীন, ভীরু, কাপুরুষ এবং মোসাহেব জাতি।
ইদানিং আসিফের ফেসবুকের কয়েকটি স্ট্যাটাস ছাগু সম্প্রদায়ের পাশাপাশি হারামি সম্প্রদায়কেও ক্ষেপিয়ে তুলেছে। হারামিলীগের কুকুরগুলিও দেখলাম ছাগুদের সাথে গলা মিলিয়ে আসিফের কল্লার ভাগ নিয়ে কামড়াকামড়ি করছে।
আসিফের সার্বিক মংগল কামনা করি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

লালূ বলেছেন: ধর্মের কটাক্ষকে মুক্তমনা বলে না !
মুক্ত মনা হল " আপন হতে বাহির হয়ে বইরে দ:াড়া "
কুপমনডুকতা ভেংগে নিজেকে মুক্ত করা

ধর্মের কটাক্ষও এক ধরনে কুপমনডুকতা ! কাউকে ঠেলে দেয়া কুপ-মনডুকতা ! উদারতা সবাইকে বুকে টেনে নেয় ! সংষকৃতির চর্চা কোন বিশ্বাসীকে ছোট করে না ! আমরা ধর্ম বিশ্বাসকে গালিগালাজ করে সাংষকৃতিক বিপলব ঘটাতে চাই !
দ:ার্শনীক কাউকে অভিশাপ দিয়ে দর্শন প্রচার করেনা নাই কখনই !

নিজে জ্ঞানী হও:- নিজেকে মানুষের মাঝে ছড়িয়ে দ:াও ।মানুষকে সেবা দ:াও । মানুষকে সেবা দ:ানের মাধ্য দিয়ে তোমার বিশ্বাসে উদবুদধ কর মানুষকে মানুষ তোমার ক থা শুনবে ! মানুষ না ভজলে সোনার মানুষ হওয়া যায় না। মানুষের পাশে থেকে যে জাতি ধর্ম বর্ন বিশ্বাসি অবিশ্বাসী মানুষের শরীরে ঘাম নিজের শরীরে লাগায় সেই হল প্রগতিবাদি মানবতাবাদি মুকত মনা উদার মানুষ । লিখা লিখি আর মনচ করে দুনিয়াতে কোান বিশ্বাস কায়েম হয় নি বা কোন বিপবও হয় নি বা গ নজাগরনও হয় নি !
।। সংকৃতির চর্চা কোন বিশ্বাসীকে ছোট করে না ! তাদেরকে আলেকিত করে তাদের বিশ্বাসকে সমমান জানিয়ে ! আমরা গালিগালাজ করে সাংষকৃতিক বিপলব কর তে চাই !
রবী ঠাকুরও লিখা লিখি করেছেন । তিনি কোন ধর্ম বিশ্বাসকে অচছুত ভাবেন নি ! মন মানব মানবিকতাকে সবার উপরে তুলে এনে সৃষটি করেছেন তিনি অনাদিকালের দর্শন !
দ:ার্শনীক কাউকে অভিশাপ দিয়ে দর্শন প্রচার করে না এটা মুকতমানাদের বুঝতে হবে !

নিজে জ্ঞানী হয় : মানবিক শি ক্ষ:ায় বিকশিত হয় । তার পর নিজেকে মানুষের মাঝে ছড়িয়ে দ:াও ! !Action is more powerful than word ! তাও্বিক নয় প্রায়গিক হয় ।

আমাদের সমাজে এক উগ্রতা আর এক উগ্রতাকে উষকে দিচছে ! !মুকতমনারাও হয়ে গেছে উগ্র ! জংগীরাও হয়ে গেছে আরও বেশি উগ্র ! একটা ভিসিয়াস সাইকেলে পড়ে গেছে দুই বিশ্বাসী

গনতানএীক সমাজ হল I t - i s - a - c o n t i n u o u s - a d j u s t m e n t - o f - a l l - g r o u p - o f - p e r s o n s - a s s o c i a t e d - t o g e t h e r - f o r- r e l i g i o u s- b e n e v o l e n t - c u l t u r a l- p o l i t i c a l - b e l i e f s ! এই যে গনতানএীক সমাজের বহুধাবিভকত বিশ্বাস অবিশ্বাসের সমন্বয়ের আকাংখা - এই কনসেপট থেকে আমরা তিরোহিত !


ডান বাম উপর নীচের লবধ শকতির উপর দ:াড়িয়ে আছে বাংলাদেশ! একদিকের শকতিতে কম বা বেশী টান পড়লেই দেশ ধপাস করে মাটিতে পড়ে ফেটে যাবে ! এই লবধ শকতিটাকে টিকে রাখাই হচছে রাজনীতির প্রজ্ঞা! আর এ দর্শনের নাম হল গ ন ত নএ !

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৭

নীল জানালা বলেছেন: ধর্মকে কটাক্ষ করা বা প্রচলিত ধর্মীয় ভাবধারায় আঘাত করাটা খুব সোজা কথা না। মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা। কিন্তু কোন ভাষা ব্যাবহার করেই মনের ভাব শতভাগ প্রকাশ করা যায়না বা যা বোঝাতে চাওয়া হয় তা পুরাপুরি বুঝিয়ে ওঠা যায়না। তাবৎ ভুল বোঝাবুঝির মুল হল এই ভাষার অন্তর্নিহিত কাঠামোগত দুর্বলতা।

ধর্ম থেকে কিছু সমস্যার উদ্ভব ঘটে এ কথা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করতে বাধ্য। কেউ কেউ আছেন যারা এই সকল উদ্ভুত সমস্যা থেকে নিজেরা কোন না কোন রকম ভাবে সরাসরি ভুক্তভোগী, বিধায় ব্যাপক আকারে ক্ষোভ ধারন করেন মনে মনে। সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে আক্রমনাত্মক সমালোচনায়।

বাংলাভাষায় ব্লগ লেখার সুযোগ ঘটার পর থেকে এজাতিয় আক্রমনাত্মক সমালোচনার একটা চর্চা শুরু হয়ে যায়। যা পরবর্তিতে একটা উৎকট এবং অরুচিকর আকার ধারন করে। ঢালাও ভাবে নাস্তিক নামে অভিহিত হয় এসব ব্লগারগন। আসিফ তাদের একজন। এই তথাকথিত নাস্তিক ব্লগারদের একটা একটা অবদান কিন্তু আছে। "আধমরাদের ঘা মেরে জাগানোর" দায়িত্বটা তারা পালন করেছে এবং করছে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

মেহেদী হাসান শীষ বলেছেন: লালু ভাইর সাথে সহমত

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮

নীল জানালা বলেছেন: আর আমি আপ্নার সাথে সহমত

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

মেহেদী হাসান শীষ বলেছেন: আসিফ মহিউদ্দিন মুসলমান নামে কলংক

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৯

নীল জানালা বলেছেন: আসিফ তো নিজেরে মুসোলমান দাবী করেনা। যারা নিজেদের মুসোলমান দাবী করে তাদের অনেকেই ইসলামের কলংক।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

নিমগ্ন বলেছেন: মুক্তমনা কইবার আগে ডেফিনেশনটা তো এটলিস্টা জানা উচিত।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১

নীল জানালা বলেছেন: আমি সবজান্তা নই। আপনি যদি ডেফিনিশন্ খানা জানিয়ে দেন তবে বাধিত থাকিব। ধন্যবাদ

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

রাতুল রেজা বলেছেন: আবার সেই মগাউদ্দিন। ও একটা মানসিক রোগী, আশা করি ওর চিকিতসা ঠিকমত চলছে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২

নীল জানালা বলেছেন: হুম ... আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.