নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো ছেলে ২০১০

যদি কোনদিন দিগন্তের ওপরে মাথা তুলে দাঁড়াতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব

ভালো ছেলে ২০১০

I am tired of being strong

ভালো ছেলে ২০১০ › বিস্তারিত পোস্টঃ

ফেরার ঋণ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

ফিরব বলে ট্রেনের রাস্তা মনে রাখি

শ্যামাঙ্গিনী তোমার কাছে ফিরে যাওয়ার ঋণ রয়েছে

নষ্ট অতীত ফেলতে গিয়েও আগলে রাখি- ফিরব বলে

অনিচ্ছাতেও পঞ্জিকাতে চোখ রেখেছি- ফিরব বলে

পন করিনি তবু আমার দায় ঠেকেছে- ফিরতে হবে

কালো পিচের পথ পেরিয়ে, নগরলোকের গন্ধ শেষে

দুর্বাঘাসের সবুজ মাখা মাটির দেশে মাঠের দেশে

ঘোলা জলের নদীর কুলে

বিছিয়ে রাখো আঁচল খুলে

সেই আঁচলের সবুজ পাশে

কাশফুলেরা নিত্য হাসে

রঙধনু সাত রঙের পরশ নিত্য খেলা করে

স্বপ্নে সে রঙ ডাকছে আমায় ফিরতে হবে ঘরে

ধানের কাছে ফিরতে হবে অনেক গল্প জমা

নদীর কাছে ফিরতে হবে চাইতে হবে ক্ষমা

শিশুবেলার সঙ্গীরা সব

ডাকছে চুপি ডাকছে সরব

আমার বুঝি পরাজয়ের দিন পুরোলো বলে

ভোলার কথা ভুলবো আবার মন ভুলানোর ছলে

চৈতি বেলায় মেঘের মায়া পুষে রাখি- ফিরব বলে

স্মৃতি চষে দশটি দিকের হিসেব রাখি- ফিরব বলে

ফিরব বলেই কাব্য করি

স্মৃতির ঘাসে ফড়িং ধরি

ফিরব বলেই ট্রেনের মায়া আগলে রাখি বুকে

ফিরব বলেই আজো আমার মন ভরে যায় সুখে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

মোরশেদ পারভেজ বলেছেন: অনেক দিন পর কবিতা পড়লাম, ভালো লাগা, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.