![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am tired of being strong
প্রিয় রমনীকুল!
নিজেদের ক্লিওপেট্রা না ভাবিয়া এ্যাডা বায়রন অথবা প্রীতিলতা ভাবো। তোমাদের শ্যাম অথবা কুলের কাজে না আসুক নিজেদের অনেক কাজে আসিবে। শয়ন কক্ষের আয়নাখানি ভাঙিয়া শত টুকরোয় বিক্ষিপ্ত করো। বুকে পাথর বাঁধিয়া তোমাদের পরম পুজনীয় মেক আপ বক্সটি শহরের ব্যস্ততম রাস্তায় ছুঁড়িয়া ফেলো। কৈশোরের প্রথম প্রহর হইতে বহুজাতিক কোম্পানিকে ওছিলা করিয়া যে সৌন্দর্যের ঈশ্বরকে পাওয়ার সাধনা করিয়াছো সে আজো যেমন মায়ায় মিলিয়া আছে তেমনি থাকিবে তোমার অন্তীম দিবস পর্যন্ত। এবার তোমার প্রথম এবং শেষ নায়কদের দিক হইতে মুখ ফিরাইয়া লও। তোমাদের উত্তোলিত ভুরুর কান্নার গুমরানো শব্দ শ্রবন করিয়া আর ঢঙের শনৈ শনৈ উন্নতি অবলোকন করিয়া বেগম রোকেয়াদের আত্মা ঈশ্বরকে অভিশাপ দিতেছে। সে অভিশাপের দীর্ঘশ্বাস তোমাদের হৃদয়ে পৌঁছাইবেনা। নিজেদের হয় সম্পূর্ণাঙ্গী অথবা অনঙ্গই ভাবিবে; কোনদিন অর্ধাঙ্গী ভাবিতে পারিবেনা।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
বিধ্বস্ত পথিক বলেছেন: বেশ সাহিত্য সমৃদ্ধ পোস্ট।
কিন্তু বেগম রোকেয়া তার চিন্তা-ভাবনা গুলো যেভাবে তুলে ধরতে চেয়েছিলেন সেভাবে তার মত করে ভেবে দেখলে চিন্তার অনেক খোঁড়াক জোগাবে।