নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরাশার মাঝে আশার নাবিক.।.।

মোঃ ফিরোজ সোহাগ

আমি চিন্তা করি তবে কোন কিছু নিয়ে চিন্তিত নই।

মোঃ ফিরোজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

শেষ কবে গাছ লাগিয়েছেন???

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

(#Friday_Fact=001)

১। প্রচণ্ড গরম যখন অনুভূত হয়েছিল তখন যত ধরনের স্ট্যাটাস দেয়া হয়েছিল, তত গুলো গাছ যদি লাগানো যেত তাহলে বোধয় আমাদের বনভূমির পরিমান ১৩ থেকে ১৬ শতাংশে উন্নিত হতো!!!

২। গেল বন্যায় যত জন ত্রান নিয়ে গিয়েছেন আর যত জন সামাজিক মাধ্যমে সাহায্যের এবং সমবেদনার কথা বলেছেন প্রত্যেকে যদি ১ টি করে চারা লাগানোর উদ্যোগ নিতো; তাহলে হয়তো সামনের বছরে ৩০ শতাংশের বেশি বন্যা কারনে ক্ষতি কম হওয়ার সম্ভাবনা তৈরি হতো!!!

★এমন আরো অনেক কিছুই বলা যেত, যাক, সে কথা....!

**এবার ভাবুন তো...!!

আপনি আমি পরিবেশ নিয়ে অনেক চিন্তিত,হাজারো কথা বলি কিন্তু শেষ কবে একটা গাছ লাগিয়েছি, মনে পরছে কি আপনার????
comments-এ জানবেন, নয়তো রাতে একবার ভাববেন...!!!

বি দ্রঃ যারা গাছ লাগানোর জায়গা নেই বা জায়গা পান না বলে অজুহাত দেখাতে চান,
তাদের জন্য প্রশ্ন,প্রকৃতির দান হিসেবে অন্যের লাগানো বৃক্ষের অক্সিজেন যখন নিচ্ছেন তখন অন্যের জমিতে একটা গাছ লাগালে খুব বেশি ক্ষতি আপনার হবে কি???

যাহোক,
#PLZ_PLANT_A_TREE
#for_your_future

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশেপাশে জায়গা নাই। তাই বারান্দায় ৩-৪ টা ছোট টবে গাছ লাগাইছি। একটা গাছে ছোট একটা মরিচ ও হইছে। B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫

মোঃ ফিরোজ সোহাগ বলেছেন: পদক্ষেপটি কিন্তু ক্ষুদ্র নয়।

অভিনন্দন!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

শাহিন-৯৯ বলেছেন: আমি গ্রামে থাকতে ফুলের বাগান করতাম, বড় গাছ কখনও লাগানো হইনি, চমৎকার লেখার জন্য অভিনন্দন, এইবার বাড়িতে গেলে গাছ লাগানোর চেষ্টা করব।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

মলাসইলমুইনা বলেছেন: ম্যান, প্রগতিশীল মানুষের গর্বের যে অস্রটুকু ছিল সাথে তা এভাবেই কেড়ে নিলেন? সত্যি চেপে হাসি খুশি লাস্যময় যে দিনগুলি কতটাম তাও সুনামিতে দিলেনতো তছনছ করে !

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: আমি কালকেও তিনটা ফুলের গাছ লাগিয়েছি টবে । আর এই যে দেখেন আমার গাছে কত মরিচ ধরছে

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৬

উদাস মাঝি বলেছেন: একসময় আমি আর ভাই মিলে প্রায় ৩হাজার গাছ লাগিয়ে ছিলাম।
বছর দশেক আগের কথা অবশ্য ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: গাছ লাগানোতে আমাদের অনেক অবহেলা।
এই ব্যাপারে সরকারকে আরও বেশি উদ্যেগ নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.