নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

উর্দু সাহিত্যের প্রবাদপুরুষ -মির্জা গালিব এর শের শায়েরী পড়ার পর মনের ভিতর যে ভাবনা গুলো খেলে গেছে...

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১১



এই যে আমার বেহাল দশা
যায় কি বুঝা মুখটি দেখে,
ভিতরটা যে ঝর তুফানীর
চলছে লীলা দিনে রাতে।


নামে আমি হই মুসলমান
কর্মে দেখো ধর্ম নাই,
কর্মে যাদের ধর্ম মিলে
সেই তো খোদার আশেক প্রাণ।


মনরে বলি ভাবিস কি তুই ?
পার কি পাবি খোদার কাছে ?
পারের কড়ি না নিলে তুই
পরবি তখন ভীষম ফেরে।


আমার আমার করছি সবে
আমার বলে কিছু নাই,
আমিও তো নইরে আমার
লীলা সবি বিধাতার।


মুর্শিদ হইলো তিনের একজন,
যে বুঝে তার অমূল্য ধন।
ভেদ না বুঝে যে তর্কে যায়
তরাইতে তার হয় মরন।


প্রেমে হইলো জগত সৃষ্টি
প্রেমই আসল ইবাদত,
আসল প্রেমে মন মজিয়ে
চোখ বুঝে দেখ সেই রতন।


রাজ-প্রজা, বীর-বাহাদুর
ডাক দিলে আর নাই উপায়,
আসা শুন্য, যাওয়া শুন্য
আমল শুধু সঙ্গে যায়।




সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: তুলনাহীন কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... প্রিয় ছড়াকার।
মন্তব্যে অনু্প্রাণিত হলাম...।
ভালো থাকবেন সব সময়, শুভকামনা নিরন্তর...।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

মিথী_মারজান বলেছেন: সবগুলোই সুন্দর।
তবে ৪ নং টা অসাধারণ!

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ... মিথী_মারজান।
ভালো থাকবেন, শুভকামনা সব সময়...।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য উনার শায়রী! অনন্য অতুল ভাবনা!

ভাল লাগল

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম... বিদ্রোহী ভৃগু ভাইয়া।
অনেক ধন্যবাদ আপনাকে...
শুভকামনা অন্তহীন...।

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

Prince Evan বলেছেন: ভাল লাগল

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

এফ.কে আশিক বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্য এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ... Prince Evan
শুভেচ্ছা, শুভকামনা অফুরান...।

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো ভালো লাগলো+++



আপনি অনেক ভাল লিখেন ।।

শুভ কামনা প্রিয় কবি।।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... প্রিয় শাহরিয়ার কবীর ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম...
ভালোবাসা অন্তহীন...।

৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

উম্মে সায়মা বলেছেন: সুন্দর ভাবনাগুলো.... ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

এফ.কে আশিক বলেছেন: মন্তব্য এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ... উম্মে সায়মা আপু।
শুভকামনা অফুরান...।

৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ৪ নাম্বার এর কথা গুলো বেশি ভালো লাগলো ।
জগত সংসারে আমার বলে কিছু নেই । সব কিছু তেই অনেকের ই অধিকার থাকে । তাও সবাই আমার আমার বলে মিথ্যে বড়াই করে ।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম...
অনেক ধন্যবাদ... নূর-ই-হাফসা আপনাকে।
নিরন্তর শুভকামনা...।

৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার ভাবনা।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

এফ.কে আশিক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ... মাহমুদুর রহমান সুজন ভাই।
ভালো থাকুন সব সময়, শুভকামনা রইল...।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সবগুলো ভালো লাগলো! আরো লেখা আশা করি |

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... স্বামী বিশুদ্ধানন্দ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম...
শুভকামনা সব সময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.