নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

ভাবনাংশ, তৃতীয় পর্ব

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪



পৌষের বৈরী বাতাস জানান দিয়ে যায়
তোমাকে ফেরানো কতটা প্রয়োজন,
প্রিয়জন...।

১৮
কুয়াশায় ছেয়ে গেছে মন শহর
এখন আর পুবের জানালায় রোদ্দুর খেলে না।
খোলা চুলে নীল চোখ
এখন আর চোখে পড়ে না।

১৯
মেঘবালিকা।
শুধু একবার তোমাকে ছোঁব !
তারপর আজন্ম বৈরাগী হব !
স্পর্শ সুখে কাটাবো অনন্ত জীবন !

২০
চোখে ঘুম নেই মেঘবালিকা।
তুমি আর আমি আমরা দু’জনে মিলে
চলো আজ যুগল জোনাকি হই,
আঁধারের বুক চিরে জোছনার বান নামাই।

২১
তোমাকে দুঃখ দিবো, ভুলে যাবো, একথা-
স্বপ্নেও মনে আসেনি কোন দিন,
বিশ্বাস করো, নাই’বা করো
ঐ ঈশ্বর জানেন, আমি মিথ্যা বলিনি একতিল।

২২
বিরহের অধিক ব্যথা কি আছে, বলো
পৃথিবীর পরে আর?
বাহির যতটা অপরুপ দেখায়
ভিতর ততধিক অঙ্গার।

২৩
মেঘবালিকা,
তোমার আভিজাত্যে ভরা প্রেমিকদের ভিড়ে
আমি খুব সাধারণ, দীনহীন এক কবি।
তোমার আমার এই ব্যবধান মামুলি নয়।

২৪
একটা গোলাপ কিনব কিনব করে,
মেঘবালিকা’ই এখন ইতিহাস।

২৫
পিছু ডেকে আর কাজ নেই,
ধুপ সন্ধ্যায় নিজেকে
পবিত্র করে নিয়েছি।
ঘুড়তে যাব আরশীনগর, দেখি
কতটা কালো ধরেছে মনে।



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



সবগুলো মিলে যেন একটা কবিতা । সহজ সরল সুন্দর কবিতা ।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

এফ.কে আশিক বলেছেন: প্রথম মন্তব্য অসংখ্য ধন্যবাদ... প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া।
অনুপ্রাণিত হলাম...
ভালো থাকুন সব সময়, শুভকামনা নিরন্তর।

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... শামচুল হক ভাইয়া।
ভালোবাসা অন্তহীন...।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

শায়মা বলেছেন: আমারও খুব ভালো লেগেছে। কথাকথিভাইয়ার মতনই!!!!!! :)

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

এফ.কে আশিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ... শায়মা আপু, অনেক দিন বাদে আপনার মন্তব্য পেলাম।
আমার ব্লগার জীবন শুরু হয়েছিলো আপনি, উর্বি অাপু, দিশেহার রাজপুত্র ভাইয়া, আরো কয়েক জন প্রিয় মানুষের মন্তব্য দিয়ে
তাই আপনাদের কারো মন্তব্য পেলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে মনে...।
শুভকামনা অফুরান... প্রিয়জন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা মেঘ বালিকার কাব্যে ।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ... মনিরা সুলতানা আপু।
শুভকামনা অন্তহীন...।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: প্রিয়জন?


থ্যাংক ইউ ভাইয়া!

:)

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

এফ.কে আশিক বলেছেন: প্রিয় মানুষ যারা।

জাযাকাল্লাহু খায়রান।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

এফ.কে আশিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ... প্রিয় ছড়াকার।
ভালোবাসা অন্তহীন...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.