নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

এফ.কে আশিক

বাংলাদেশী

এফ.কে আশিক › বিস্তারিত পোস্টঃ

প্রচ্ছন্ন আহ্বান

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫


এসো সুদক্ষ শিল্পীর মত কপালে
নিপুণ আলপনা এঁকে দেই,
চাঁদ যেমন।

নদী এঁকে দেই স্রোতস্বিনী-
ভাঙ্গনের বাঁকটায় বৃক্ষ এঁকে দেই,
দুটি পাতা একটি ফুলে।

সু-গভীর সুখের ক্ষত এঁকে দেই
ক্ষানিকটা, আজন্ম পিছু টানের।

এসো কোমল আঁধার ভেঙ্গে বকুল বাতাস,
গোলাপি ঠোটে লজ্জাবতী এঁকে দেই।

এসো প্রচ্ছন্ন ইচ্ছায়-
ধরিত্রীর উত্তাল পূর্ণিমা চুঁয়ে।
লাল বেনারসির স্বপ্ন এঁকে দেই।






সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

শামচুল হক বলেছেন: দারুণ

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২

এফ.কে আশিক বলেছেন: শুভেচ্ছা অফুরান... শামচুল হক ভাই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন সঙ্গীত সাবার এক না ! কারো জীবনের সঙ্গীতের সুর খুবই সুমিষ্টি,আবার কারো বা ককশ শব্দের! আর কিছু কমু না । ছোট করে বলি কবিতা অনেক সুন্দর হয়ে। অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভালো থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর ভাই।
শুভকামনা নিরন্তর...

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

মানুষ বলেছেন: /:)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

এফ.কে আশিক বলেছেন: ব্লগে স্বাগতম... মানুষ।
শুভেচ্ছা অফুরান।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা জানাই ভালো থাকুন সব সময়।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! দারুণ বলেছেন ভাই!! লাল বেনারসিতে দেখার খুব সাধ ছিল, দেখেছিলাম, পাইনি!!

কবিতায় মুগ্ধতা রইল।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

এফ.কে আশিক বলেছেন: আরো ভালো কিছু হয়তো অফেক্ষমান আছে
একদিন ঠিক পেয়ে যাবেন...।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি।
নিরন্তর শুভকামনা...।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতায় মুগ্ধতা। সুন্দর লিখেছেন। পোস্টে প্লাস।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

এফ.কে আশিক বলেছেন: অশেষ ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা অফুরান...।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৫

অলিউর রহমান খান বলেছেন: বেশ ভালো লাগলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ অলিউর রহমান খান ভাই।
শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সব সময়।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
অফুরন্ত শুভেচ্ছা, শুভকামনা...।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা অনিঃশেষ...।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন...।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো হয়েছে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।
শুভেচ্ছা রইলো...।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

এফ.কে আশিক বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা শুভকামনা নিরন্তর।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সংশোধন করুন। "প্রছন্ন" এর জায়গায় প্রচ্ছন্ন হবে।
কবিতার শিরোনামেই ভুল বানান থাকলে আর নীচে নামতে ইচ্ছে করেনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

এফ.কে আশিক বলেছেন: দুঃখিত ভাইয়া।
আপনি ঠিকি বলেছেন শিরোনামেই ভুল বানান থাকলে আর নীচে নামতে ইচ্ছে করেনা।
তবুও পড়েছেন ভুলটা ধরিয়ে দিয়েছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভুল সংশোধন করেছি, অনেক ধন্যবাদ আপনাকে...।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামটা ঠিক করে নিন (প্রচ্ছন্ন)। লেখা ভালো হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

এফ.কে আশিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক করে দিয়েছি...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.