নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল গল্প!

কে বলেগো সেই প্রভাতে নেই আমি!

শুঁটকি মাছ

এই আছি, আবার নাই!!!!

শুঁটকি মাছ › বিস্তারিত পোস্টঃ

লাল-সাদা স্বপ্ন!(এটা কবিতা হয়েছে নাকি গবিতা হয়েছে ঠিক বুঝতে পারছি না।লেখাটা পরে বিরক্ত হলে মাফ করে দিয়েন)

০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্ন দেখায় আমার খুব বেশী ভয়!

যদি স্বপ্নগুলো ভেংগে যায়-

এমন আতংকে স্বপ্ন দেখিনা।

তাই জীবনের গল্পটা হয়

বিবর্ন আর ধূসর।



সাদা কিংবা লাল ফুলগুলো

ছিড়ে ফেলতেই বেশি ভাল লাগে।

চোখে ভেসে থাকা হতাশাগুলো

হাসির আড়ালে রাখতে রাখতে

আজকাল বড় ক্লান্ত হয়ে গিয়েছি।



আজ মিথ্যে দিয়ে গড়া পেখমটা

খুলে ফেলে দিতে ইচ্ছে জাগছে।

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে

সবার সামনে নিয়ে আসতে চায় এই মন।

জীবনকে এখন ইচ্ছে করে সহস্র

লাল-সাদা ফুলের মালায় গেথে ফেলতে!

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: মুখোশের আড়ালে থাকা মানুষটাকে
সবার সামনে নিয়ে আসতে চায় এই মন। বঅর বলেছেন। কতকাল মুখোশে চেহারা লুকিয়ে রাখা যায়?

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩১

শুঁটকি মাছ বলেছেন: আসলেই বেশী সময় মুখোশ পরে থাকা যায় না!!!

২| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৫৪

ইমরাজ কবির বলেছেন:
মোটামুটি ভালৈ ||

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩

শুঁটকি মাছ বলেছেন: নাম -ঠিকানা চেঞ্জ করলেন ক্যামনে ভাইয়া?

৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

গবিতা হিসেবে কিন্তু একেবারে খারাপ হয়নি। :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৪৭

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!!!!!কবিতা-গবিতা বুঝিনা!!!!লিখা শুরু করছি,তার পর যা আছে কপালে মনে করে পোস্ট করে দিছি

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: চোখে ভেসে থাকা হতাশাগুলো
হাসির আড়ালে রাখতে রাখতে
আজকাল বড় ক্লান্ত হয়ে গিয়েছি।


শুটকি মাছ হঠাৎ সিরিয়াস! শুটকির মুখে বিড়াল নাম :|| মাথায় কদবেল পড়েছে নাকি!!

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৫২

শুঁটকি মাছ বলেছেন: ইন্নালিল্লাহ!!!!!!
কি যে বলেন না ব্যাঙ্গ ভাই!!!!!!!
কদবেল তো অলওয়েজ কদবেল।তারে জিগায় কেডা?

৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কবিতা তেমন একটা বুঝিনা।আমার কাছে ভাল লেগেছে ++ :) :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৪

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ আপু
আপনার কথা শুনে খুবি ভাল লাগল।
আমি হলে এই গবিতা পড়ার সাহসই করতাম না

৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২৭

বোকামন বলেছেন:
কবিতা - গবিতা বুঝি না !!
আমার বেশ ভালো লাগলো .....

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০০

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!!!!!!
এত কষ্ট করে গবিতা পড়ে আবার ভাল বলেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ!

৭| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আজ মিথ্যে দিয়ে গড়া পেখমটা
খুলে ফেলে দিতে ইচ্ছে জাগছে।
মুখোশের আড়ালে থাকা মানুষটাকে
সবার সামনে নিয়ে আসতে চায় এই মন।
জীবনকে এখন ইচ্ছে করে সহস্র
লাল-সাদা ফুলের মালায় গেথে ফেলতে




আমি কবিতা লিখতে পারি না। তাই বুঝিও না। ভাবনার প্রকাশটা ভাল্লাগসে গো আপু!
পিলাস দিছি।

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫৮

শুঁটকি মাছ বলেছেন: পিলাসের জন্য ধইন্যা আপু।
একটা ভাল কথা বলছ।এইটা আসলে কবিতা-গবিতা-ববিতা কিছুই না।এইটা আসলে ভাবনার প্রকাশ!!!!!!!!!

৮| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৬

s r jony বলেছেন: কবিতা তেমন একটা বুঝিনা।আমার কাছে ভাল লেগেছে

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৬

শুঁটকি মাছ বলেছেন: আমি নিজেও বুঝিনা ভাইয়া!!!!!!তবে কষ্ট করে গবিতাটা পড়ার জন্য ধন্যবাদ!

৯| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
এই আইডি দিয়ে লগ ইন করতে না পারলে ঐটা দিয়ে ঘুরি ||

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শুঁটকি মাছ বলেছেন: বাহ!ভালো তো!!!!!!!!!!!!!!!

১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩০

লুছিফার বলেছেন: এইটা কিছু হইলো?!! :#>

এত্তোগুলা পঁচা তুমি :P ;)

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৩৯

শুঁটকি মাছ বলেছেন: ভাই,নিচের ডায়ালগটা কয়দিন ধইরাই এখানে-সেখানে দেখতেছি।এর মর্মকথা কি?

১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০১

লুছিফার বলেছেন: এই জন্যেই কইছিলাম শুধু ব্লগ না গুতাইয়া ফেবু ও গুতাও....
তাইলে ঐ ডায়লগটার মর্মকথা বুঝতা ।

যাউক্গা ।
ঐ ডায়লগ টা জনৈক সেলিব্রিটি ‘লুল’নার ঈশটেটাস ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫২

শুঁটকি মাছ বলেছেন: লুলনার নাম কি?

১২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪

লুছিফার বলেছেন: লাক্স তারকা চাম্ড়া সুন্দুরী 'মেহজাবীন ছউধুরী' ।

১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

শুঁটকি মাছ বলেছেন: উরি বাবা!!!!!!!!!! তিনি দেখি এত্তগুলা ন্যাকা!!!!!!!

১৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯

লুছিফার বলেছেন: হ । পুরাই বাল ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

শুঁটকি মাছ বলেছেন: ভুলে ঐ কমেনট মুইচা হালাইচি।[email protected]
খুইজা নিও

১৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

লুছিফার বলেছেন: ফেবুতে খুজে পাই নাই ।
মেইল চেক করো... আমার আইডি লিংক দিসি ।
রিকু পাঠাই একটা মেসেজ দিয়ো ।

আর আকাইম্মা কমেন্ট ভুলে হোক আর যেম্নেই হোক রিমোভ করে দিলে কিছু হবেনা ।
এইটাও রিমোভ দিয়া দিও.. ।
তোমার মেইল আইডি ওয়ালা কমেন্টটাও ডিলেট করে দিও ।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১২

আমিনুর রহমান বলেছেন:


জীবনকে এখন ইচ্ছে করে সহস্র
লাল-সাদা ফুলের মালায় গেথে ফেলতে!


সুন্দর +++

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

তানজিলা হক বলেছেন:
স্বপ্ন দেখায় আমার খুব বেশী ভয়!
যদি স্বপ্নগুলো ভেংগে যায়-
এমন আতংকে স্বপ্ন দেখিনা।
তাই জীবনের গল্পটা হয়
বিবর্ন আর ধূসর।



etai sotto

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

শুঁটকি মাছ বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপু।ভাল থাকবেন।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মনে হচ্ছে, একান্ত ভাবনাগুলো ডায়েরির পাতায় পাতায় লিখে গেছেন খুব স্বতঃস্ফূর্তটায় । ভালো লাগলো ।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১

শুঁটকি মাছ বলেছেন: ওরে আল্লাহ কবি দেখি আমার গবিতা পড়তেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.