![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে ভেবেই বসে আছি
সেই সন্ধ্যেবেলা থেকে,
যখন ঝাড়পোকার আওয়াজ
আর…
জোনাকিতে ভোরে ছিল চারিদিক।
চাঁদ হাসি মুখে উঠেছিল ঘুম থেকে
চারিদিকে নির্জনতা,
গাছের নিচে বসা আমি একা।
মনে প্রশ্ন জাগেনি তা নয়—
তবে মন বলেছিল তুমি আসবে।
কিন্তু চাঁদ ঘুমিয়ে পড়ল, ঝাড়পোকার আওয়াজ
আর—
জোনাকিও কোথাও লুকিয়ে গেল;
কিন্তু—
তোমার খোঁজ মিলল না!
তাহলে কি তুমি আসবে না?
মন বলছে তুমি আসবে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
ফৈরা দার্শনিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক দা। কামন আছেন?
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
একটি বালুকণা বলেছেন: //মন বলছে তুমি আসবে........
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
ফৈরা দার্শনিক বলেছেন: হুম..।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।