![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স তখন ৫ বা ৬ হবে। জাতীয় নির্বাচনের ভোটের দিন, সকাল সকাল রেডি হয়ে আব্বা সহ গেলাম ভোট দিতে। জানতামনা ভোট আসলে কি। কিন্তু অনেক ভাল লাগতো যখন সবাই মিছিলে চিল্লায় চিল্লায় শ্লোগান দিতো। গ্রামে বাসা ছিল তাই গ্রামের অবিজ্ঞতাই বলি, সাধারনত গ্রামের মানুষের মধ্যে অনেক মিল দেখা যায়। একজনের বিপদ হলে কেও চুপ করে বসে থাকতোনা। ছোট থেকেই খেয়াল করতাম এই নির্বাচন এলেই সবাই যেন দুই বা তিন ভাগে ভাগ হয়ে যায়। কিছুদিন আগেই সবাই মিলে মিশে ছিলাম এমন কি হলো যে সবাই ভাগ হয়ে গেল। ছোট মাথায় কিছু ঢুকত না।
তবে মজার ব্যাপার এটা এখন বড় হইছি এখনো বুঝিনা এই ভাগ হওয়ার কারন। গ্রাম সেই আগেরটাই আছে কিন্তু মানুষগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো সুধু মাত্র ভাগ হতো এখন একদল আরেকদলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। গুছিয়ে কথা লিখতে পারিনা তাই খুব কষ্ট হচ্ছে। আমি আবার আমার সেই ছোটকাল ফিরে চাই, গ্রামের আগের মানুষগুলোকে ফিরে চাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: জীবনে চলার পথে যাকে প্রতিনিয়ত উপলব্ধি করেন, সে হচ্ছে বন্ধু।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ভোট আমি দেবো ।
যাকে খুশী তাকে দেবো।