![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে এলাম “যুদ্ধশিশু”। ফিল্ম মেকিং দেখলেই বোঝা যায় যে এটা ইন্ডিয়ার তৈরী। একদিকে বাঙালী মেয়েদের প্রতি পাকিস্তানী সৈন্যদের অত্যাচার অন্যদিকে বাঙালীদের ভারতে পলায়নের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরী। একজন সাংবাদিকও যে সময়ের প্রয়োজনে যোদ্ধা হতে পারে সেটাও এ সিনেমায় দেখানো হয়েছে। তবে সে কিন্তু দেশের জন্য যুদ্ধ করেনি সে যুদ্ধ করেছে নিজ স্ত্রীকে পাকিস্তানী সৈন্যদের হাত থেকে রক্ষা করার জন্য। তবে সে বীরাঙ্গনা বধূকে গ্রহন করেছে এতে তার মহত্ত্বের পরিচয় পাওয়া যায়। অন্যদিকে এক ভাই তার বোনকে নিয়ে ভারতে পালােেনার শেষ পর্যায়ে সীমান্তে গিয়ে পাকিস্তানী সৈন্যদের গুলিতে শহীদ হয়। যুদ্ধশিশুরা যে বাংলাদেশের কথা বলছে এতে বোঝা যায় ১৯৭১ এ বীরাঙ্গনারাই সবথেকে বড় যোদ্ধা ছিল।
জয় বাংলা। জয় বীরাঙ্গনা নারীসমাজ।
২| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৭
ফরহাদ রেজা যশোর বলেছেন: অতি সত্য কথা বলেছো
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ রাত ১০:৪৪
ভালোবাসার চিঠি বলেছেন: মুভিটার যে থিমট অনেক ভাল- "বীরঙ্গনা ও তাদের শিশু"। তবে বাংলাদেশি আবেগ দিয়ে করতে পারলে আরও ভাল লাগত।