![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমা দেখা এখন একটা নেশা হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় বলাকাতে দেখেছি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী।কাহিনী টা বেশ চমতকার ছিল।একটি মৌলিক গল্প ছিল এই সিনেমার মূল আকরষণ। প্রত্যেকটা গানই শ্রুতিমধুর।শাকিবকে নতুনভাবে আবিষ্কার করবেন তার নিয়মিত দর্শকরা।আরেফিন শুভ বেশ নজর কাড়েন। সালমান শাহ এর পর এই প্রথম বলতে গেলে বাংলাদেশে কোন স্টাইলিশ “হিরো” এলেন যিনি স্টাইল, পোশাক, লুক, হাইট, মাসল সব দিক থেকেই পারফেক্ট হিরো। জয়া আহসান এর অভিনয় ভালো ছিল।ছবির বেশিরভাগ জায়গায় ঠিক থাকলেও, বেশ কিছু জায়গায় ক্লিন শেভ শাকিবের অতিরিক্ত মেকাপসহ ফেস বেশ দৃষ্টিকটু লাগে। বেশ কিছু দৃশ্যে তাকে কিছুটা মোটা আবার অন্যান্য দৃশ্যে তাকে বেশ স্লিম লেগেছে। চুলের স্টাইল একেকবার একেকরকম ছিল।মায়েশিয়াতে ফুফুকে খুঁজতে অবস্থান করলেও শাকিবের এক্সিডেন্ট যখন মায়েশিয়াতে দেখানো হয়- সেটা মালয়েশিয়ার পরিবর্তে আমাদের ঢাকার হাতির ঝিল ছিল। এটা দর্শক ভালভাবে নেয় নি।গানের কোরিওগ্রাফি বেশ ভাল ছিল।আরেফিন শুভ এর ছবির শেষে তার পরিণতিও একেবারে গ্রহণযোগ্য নয় বরং বেশ প্রশ্নসাপেক্ষ বলে আমার মনে হয়েছে।
©somewhere in net ltd.