![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেরুর মরুভূমির "নাজকা_লাইনস" এর রহস্য কি???
বিশাল বিশাল চিত্রকর্ম।একেকটা প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ চিত্রকর্ম দেখার জন্য অাপনাকে উঠতে হবে বিমানে।মানুষ,গুইসাপ,হার্মিংবার্ড,বানর অার মাছের মত বালির চিত্র অাঁকা অাছে।অনেকেই ধারনা করেন এগুলো অলৌকিক কিংবা ভিনগ্রহের কোন এলিয়েনের অাঁকা।
স্কটল্যান্ডের ‘ ওভার_টাউন’ ব্রীজের রহস্য কী ?
প্রতি বছর শত শত কুকুর এখানে এসে আত্মহত্যা করছে।
তারা ব্রীজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে... এই নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে...
নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না...
কিছু জিনিস মানুষের বোঝার বাইরে।অাসলে কি তাই????
আমার চিন্তা মানুষের মস্তিষ্ক নিয়ে..যেখানে রয়েছে
১০,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। আর এগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে তেমনি শত শত কোটি স্নায়ুতন্তু দিয়ে।যেটার মডেল সৃষ্টি করা হয়েছে কোটি কোটি বছর পূর্বে।
এরা চাইলে এই পৃথিবী ছিদ্র করে ছিদ্রের ফাঁক দিয়ে বের হয়ে অন্য পৃথিবীতে চলে যেতে পারে... এরা কষ্টকে কেমিস্ট্রির বোতলে ঢুকিয়ে ল্যাবে গিয়ে গবেষণা করতে পারে...
.....
এরা বিশাল সাইজের হাতি দিয়ে সার্কাস খেলে... অজগর সাপ হাতে নিয়া ঘুরে বেড়ায়..... মানুষের মত
দেখতে রোবট মানুষ বানায় !
যে রোবটের ভেতর ইমোশন থাকবে... ! কী আশ্চর্য !
প্রতিটা মানুষই একজন বিজ্ঞানী...আপনি চাইলেই
দেখবেন ক্ষুদ্র কিছু হলেও সৃষ্টি করতে পারবেন...
.....প্রতিটি মানুষ একজন লেখক...একজন গায়ক... একজন কবি... একজন নেতা...( দেখবেন কেউ কেউ
আছে যারা আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মানছে) ... একজন সেবক একজন শিক্ষক একজন ডাক্তার ... কিংবা একজন... একজন অপ্রতিষ্ঠিত মেধাবী...
অাপনি কি জানেন এর জন্য অাপনাকে কত % ব্রেন ব্যবহার করতে হয়????
অবাক করা তথ্য হল মাত্র ১০-১১%।তাহলে বাকি ৮৯-৯০% ব্রেন কি হয়???সাবকনসিয়াস মাইন্ড হিসেবে থেকে যায়।
এবং সেই অংশের ব্যবহার ছাড়াই মানুষ মারা যায়।
অাপনি যদি অাজ ঘরে বসেই সব করতে পারেন মাত্র ১০% ব্রেন ব্যবহার করে......
তাহলে একবার ভাবুন এটা যদি ১০০% ব্যবহার করা যেত তাহলে কি হত????
অাসলেই কি কিছু হত!!!!!!
- অাপনি যে কোন কিছু কন্ট্রোল করতে পারতেন
- অাপনি যেকোন মানুষকে কন্ট্রোল করতে পারতেন
- অাপনার গতি অার চিন্তার গতি হয়ে যেত সমান।এবং প্রায় অালোর কাছাকাছি।অার অালোর কাছাকাছি যে কোন গতিতেই বস্তুু অদৃশ্য হয়ে যায়।
- অাপনি ঘরে বসেই অামেরিকা ঘুরতে পারতেন
- অাপনি যে কোন ফ্রিকুয়েন্সি পড়তে পারতেন
সবচেয়ে বড় যে উপকারটি হত তা হল পৃথিবীতে কোন রহস্য থাকতো না।অাপনি যে কোন রহস্যের সমাধান করে ফেলতে পারতেন নিমিষেই।
তার চেয়ে বড় ও সর্বশেষ যে কাজটি হত তা হল,অাপনি প্রকৃতি কন্ট্রোল করতে পারতেন অার স্রষ্টাকে দেখতে পেতেন।
কিন্তুু পৃথিবীতে এটা সম্ভব নয়।এটা শুধুই মাত্র একটি হাইপোথিসিস।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮
নতুন বলেছেন: অাপনি কি জানেন এর জন্য অাপনাকে কত % ব্রেন ব্যবহার করতে হয়????
অবাক করা তথ্য হল মাত্র ১০-১১%।তাহলে বাকি ৮৯-৯০% ব্রেন কি হয়???সাবকনসিয়াস মাইন্ড হিসেবে থেকে যায়।
এবং সেই অংশের ব্যবহার ছাড়াই মানুষ মারা যায়।
এটা ঠিক না..
লুসি মুভির জন্য এটা আবার প্রচার শুরু হইছে..
এইটা দেখতে পারেন...
গুগুলে আরো সাচ করে দেখেন... তাহলে এই মিথের প্রমান পাবেন...
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: অাসলে ভাইয়া অ্যানাটমিক্যালি অামাদের ব্রেন ১০০% কাজ করে কোন না কোন সময়।এক সাথে না।অামাদের ব্রেন একসময় একটাই কাজ করতে পারে কিন্তুু ধারনা করা হয় অাইনস্টাইনের ব্রেন একসাথে দুইটা কাজ করতে পারতো।অার এ ব্যপারে অামি অামেরিকার নিউরোসিসের Phd.Eric H.Chudler এর সাথে যোগাযোগ করেছিলাম। উনি কিছু অার্টিকেল দিয়েছেন এবং তাতেও মতভেদ রয়েছে।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪১
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ধন্যবাদ কমেন্টস করার জন্য
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩
নতুন বলেছেন: আমরা কেন.. দুনিয়ার কোন প্রানীই বা যন্ত্রই তার ১০০% ক্ষমতা এক সাথে সব সময় ব্যবহার করেনা...
অনেক মানুষ দুই হাতে দুইটা দুই ভাষায়ও লিখতে পারে..
হয়তো কিছু মানুষ হয়তো মাল্টিটাক্সিং করতে পারে... কিন্তু এতে প্রডাক্টিভিটি কমে যায়... একুরেসি কমে যায়...
আর আমাদের ব্রেন শরীররের ২০% শক্তি ব্যবহার করে কিন্তু যদি সব সময় ১০০% এ চলতো তবে কি পরিমান শক্তি দরকার হতো মানুষের?
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ধন্যবাদ ভাইয়া অাপনার কমেন্টস এরজন্য।অামি অাসলে এরকম কিছু কমেন্টসই অাশা করেছিলাম
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৫
নতুন বলেছেন: হাতের কাছে ইন্টারনেট থাকতে যদি আমরা জানার চেস্টাই না করি তবে ইন্টারনেট থাকার কি লাভ?
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
আছিমভ বলেছেন: আমাদের মস্তিষ্কের সামগ্রিক ক্ষ্মমতার ১০০% কোন একটি কাজে ব্যাবহার করা যায়না কারন আমাদেরকে সচেতন রাখতেই অসচেতন ভাবে শরীরবৃত্তীয় নানা কাজে মস্তিষ্কের আধিকাংশ অংশ ব্যস্ত থাকে।
এবার আপনার হাইপোথিসিসের বিপরীত চিত্রটা দেখি...যদি কোনভাবে আমরা সবাই যদি আমাদের মস্তিষ্কের শতভাগ পছন্দ মত কাজে ব্যাবহার করতে পারতাম তাহলে আমাদের ক্ষমতা হতো অকল্পনীয়..আমাদের অনুভুতির তীব্রতা এতই বেশী হতো যে ...রাগ, ক্ষোভ, ঘৃনা, হতাশা, আবেগ এর যে কোন একটা কারনেই একজন মানুষের পক্ষে নিজেকে এবং সমগ্র মানব জাতিকে ধংস করে ফেলা সম্ভব ছিল তাই এই বাধ্যবাধকতাটুকু স্রষ্টা মানব প্রজাতিকে দ্রুত ধংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই দিয়েছেন।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
ইলুসন বলেছেন: মানুষের ব্রেনের প্রতিটা অংশই কাজে লাগে। ব্রেনের এমন কোন নিউরন নাই যেটা অলস বসে থাকে। নতুন নতুন বিষয় শিখার সাথে সাথে ব্রেনে নতুন নতুন সিন্যাপ্স তৈরি হয়। আমাদের ব্রেনের ১০% ব্যাবহার হয়- এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা আমরা আরো ভালো বুঝতে পারি স্ট্রোকের পেসেন্ট দেখলে। স্ট্রোক করে ব্রেনের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে ওই অংশ শরীরের যে অংশ নিয়ন্ত্রণ করত সেটা অকেজ হয়ে যায়।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
সোহানী বলেছেন: অসাধারন লিখেছেন..........
কিন্তুু পৃথিবীতে এটা সম্ভব নয়।এটা শুধুই মাত্র একটি হাইপোথিসিস।.... হায় হায় তাহলে কিভাবে হবে!!!!!!
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: অাছিমভ ভাইয়া যেহেতু অামাদের ব্রেন ১০০% ফাংশনালি কাজ করে না।যদি করতো অবশ্যই তাহলে এতে কোন অসুবিধা হত।অার অাপনি একটি ভাল অসুবিধার কথা তোলে ধরেছেন।অাপনার মতামত অামার ভালো লেগেছে কিন্তুু সেই সমস্যাটাও যদি কোন ভাবে সমাধান করে ১০০% চালু করা যায় তাহলে????এবং অবশ্যই এটি হাইপোথিসিস লেভেলের চিন্তাভাবনা
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ইলুশন ভাইয়া অাসলে এখানে অ্যানাটমিক্যালি চিন্তা না করে ফিজিওলোজীক্যালি কিংবা সাইকোলোজীক্যালি চিন্তা করলে মনে হয় বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়।অাসলে ফাংশনালি কিছুটা এরকম।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ঘোর অবশ্যই চেষ্টা করবো
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: সোহানী অাপনার মতামতের জন্য ধন্যবাদ
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
আরজু পনি বলেছেন:
কিন্তুু পৃথিবীতে এটা সম্ভব নয়।এটা শুধুই মাত্র একটি হাইপোথিসিস।
শিরোনাম দেখে পড়তে এসেছিলাম...শেষ লাইন দেখে বুঝলাম এটাই বাস্তবতা।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ধন্যবাদ অারজু।পড়ে অাপনার মূল্যবাদ মতামতের জন্য
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩
কলমের কালি শেষ বলেছেন: আরজুপনি বলেছেন:
কিন্তুু পৃথিবীতে এটা সম্ভব নয়।এটা শুধুই মাত্র একটি হাইপোথিসিস।
শিরোনাম দেখে পড়তে এসেছিলাম...শেষ লাইন দেখে বুঝলাম এটাই বাস্তবতা।
সহমত ।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: কলমের কালি শেষ অাপনাকে ধন্যবাদ অাপনার মূল্যবাদ মতামতের জন্য
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: কলমের কালি শেষ অাপনাকে ধন্যবাদ অাপনার মূল্যবাদ মতামতের জন্য
২০| ১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২১
নতুন বলেছেন: একটু কস্ট করে মন্তব্যের উত্তর দেয়ার পদ্বতীটা খুজে নিন...
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
আমি অথবা অন্য কেউ বলেছেন: Shunte valolagchilo