নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলফোঁটার স্বপ্নকথা

ফোঁটায় - ফোঁটায় লিখব!

নীলফোঁটা

নিজেই জানিনা নিজকে! কি লিখব বল?

নীলফোঁটা › বিস্তারিত পোস্টঃ

ড. হাসান রুহানীর সাথে কিছুক্ষণের স্মৃতি (প্রথম পর্ব)

২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

প্রথম পর্বঃ

ড. হাসান রুহানী আজ ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট। নানা কারণে তিনি আজ বিশ্বের বহু আলোচিত ব্যক্তি। ক’দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তিনি আলোচনার শীর্ষ বিন্দুতে পৌছে গেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওবামার সাথে টেলিফোন সংলাপের মধ্য দিয়ে ইরান-মার্কিন সম্পর্কে এতকাল যে বিচ্ছেদ ছিল সে ক্ষেত্রে নতুন সংযোগ গড়েছেন। ইরানে অবস্থান কালে আমার বিরল সুযোগ মিলেছিল জনাব রুহানীর সাথে প্রায় ৫-৬ ঘন্টা কাটানোর। সে স্মৃতি ভূলবার নয়। সে স্মৃতির বহুকিছু শুধু বিস্ময়করই নয়, শেখারও। তাঁর সাথে সাক্ষাতের ফলে সুযোগ মেলে সে সময় যারা বিপ্লবের কান্ডারি ছিল তাদের চিন্তা-চেতনা সাথে কিছু পরিচয় লাভের। তখন তাঁর বয়স বত্রিশ। সময়টা ছিল ১৯৮০ সালের জুন মাস। আমি সবে মাত্র ইরানে এক সরকারি জেলা হাসপাতালে চিকিৎসক রূপে যোগ দিয়েছি, বিপ্লবের বয়স তখন এক বছর চার মাস। মহম্মদ রেজা শাহ পাহলভি ইরান ছেড়ে পলায়ন করে ১৯৭৯ সালের ১৬ই জানুয়ারিতে। তার পলায়নের পর পরই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী বহু বছরের নির্বাসন শেষে প্যারিস থেকে তেহরানে ফিরে আসেন। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে শাহের সমর্থন পুষ্ট শাহপুর বখতিয়ার সরকারের পতন ঘটে এবং প্রতিষ্ঠিত হয় ড. মেহেদী বাজারগানের নেতৃত্বে বিপ্লবী সরকার। বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.