![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে সাহিত্যের একনিষ্ঠ পাঠক ভাবি। পড়িই বেশী। মাঝে মাঝে লেখার ব্যর্থ চেষ্টা করি।
শাকিরার জিপসি গানটি আমাকে অন্যরকমভাবে টানে। গানটিতে চমৎকারভাবে মেটাফোর ব্যবহার করা হয়েছে। সর্বোপরি গানটির মিউজিক ভিডিও অওসাম । যে কথা না বললেই নয়, গানটির কয়েকটি লাইন আমি নিজের মত করে অনুবাদ করে নিয়েছি।
শাকিরা- জিপসি
আমার করা অনুবাদ
চলার পথে আমার হৃদয় ভেঙে
সপ্তাহ শেষে সব কিছু পেছনে ফেলে
বন্ধু এবং চিন্তাগুলো আমাকে এড়িয়ে গেছে
হাঁটাহাটি খুবই বিরক্তিকর হয়ে যাবে যখন তুমি উড়তে শিখবে
আমি ঘরে ফেরা ধরনের নই
শীর্ষে উঠে দেখ এবং কে জানে তুমি কি খুঁজে পাবে
আমার সকল পাপের কথা স্বীকার করতে চাই না
তুমি বেট করতে পারো আমি এটার চেষ্টা করবো , কিন্তু তুমি সর্বদা সফল হতে পারবে না
কারণ আমি একজন ভবঘুরে , তুমি কি আমার সাথে আসছো?
আমি হয়তো তোমার পোষাক চুরি করবো এবং গায়ে লাগলে পরবো
আমিও কোন চুক্তি করিনি ঠিক একজন ভবঘুরের মত
এবং আমি পিছনে ফিরে যেতে পারিনা , কারণ জীবন আমাকে সর্বদা তাড়া করে
এবং আমি কাঁদবো না্ , আমার এখনও মরার বয়স হয়নি যদি তুমি আমাকে মারতে চাও
কারণ আমি একজন ভবঘুরে , কারণ আমি একজন ভবঘুরে
আমি লুকোতে পারিনা, যা আমি করেছি
ক্ষতচিহ্ন আমাকে মনে করিয়ে দেবে , যত দূরেই যাই না কেন
তাকে , যাকে জানানো দরকার
শুধু কাঁচি নিয়ে ছোটো, যখন তুমি আঘাত পেতে চাও
কারণ আমি একজন ভবঘুরে তুমি কি আমার সাথে আসছো?
আমি হয়তো তোমার পোষাক চুরি করবো এবং গায়ে লাগলে পরবো
আমিও কোন চুক্তি করিনা ঠিক একজন ভবঘুরের মত
এবং আমি পিছনে ফিরে যেতে পারিনা ,কারণ জীবন আমাকে সর্বদা তাড়া করে
আমি কাঁদবো না , আমার এখনও মরার বয়স হয়নি যদি তুমি আমাকে মারতে চাও
কারণ আমি একজন ভবঘুরে
এবং আমি বলি, এই যে তুমি তুমি কোন বোকা নও
যদি তুমি না বলো , এভাবেই কি জীবন কেটে যাচ্ছে না
মানুষ ভয় করে যা সে জানেনা
এবং আমি বলি, এই যে তুমি তুমি কোন বোকা নও
যদি তুমি না বল, এভাবেই কি জীবন কেটে যাচ্ছে না
মানুষ ভয় করে যা সে জানেনা
আমার সাথে চল, ওহ, হ্যাঁ
আমার সাথে চলো
কারণ আমি একজন ভবঘুরে তুমি কি আমার সাথে আসছো?
আমি হয়তো তোমার পোষাক চুরি করবো এবং গায়ে লাগলে পরবো
আমিও কোন চুক্তি করিনি ঠিক একজন ভবঘুরের মত
এবং আমি পিছনে ফিরে যেতে পারিনা কারণ জীবন আমাকে সর্বদা তাড়া করে
এবং আমি কাঁদবো না, আমার এখনও মরার বয়স হয়নি যদি তুমি আমাকে মারতে চাও
কারণ আমি একজন ভবঘুরে
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
লেখাটি আমার ব্লগ http://www.frahaman.com/ এ প্রথম প্রকাশিত। সময় পেলে আমার ব্লগে বেড়ানোর অনুরোধ রইলো।
২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৯
আহসানের ব্লগ বলেছেন: আচ্ছা এবার আপনার ব্লগ থেকেও ঘুরে আসা যাক ।
০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
এফ রহমান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৮
আহসানের ব্লগ বলেছেন: পড়লাম !