নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সচেতনা ও সমৃদ্ধি

www.facebook.com/frahim.taj

ফ্রাহিম তাজ

আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। **************************************** মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে... সে চায় তাঁকে খুজেঁ বের করুক... আর নিজের সম্পর্কে নিজে বলা বোকামি ...... আমি কেমন সেটা আপনি /তুমি/তুই জেনে নিন/নাও/নে... এইতো ;) ***************************************** আমি এক সামান্য ধূলিকণা... সিলিকা কণা, যাতে রোদ পড়ে চকচক করে তাও হতে পারিনি... আমি শুধুই সামান্য এক ধূলিকণা, যাকে সূর্যের কিরণও চাকচিক্যতা দিতে পারেনি... আমি সেই ধূলিকণা, যাকে বাতাসের গতিপথের সাথে তাল মিলিয়ে চলতে হয়! বাতাস যেদিকে বয়ে যায়, আমিও সেইদিকেই চলি! কখনো বা স্থির হয়ে পড়ে থাকি! *************************************************** “আমি এক অপেক্ষমাণ ঝরা পাতা, যে মৃত্তিকায় মিশে যেতে পারছিনা আবার বাতাসে উড়তেও পারছি না” ************************************************** পড়ালেখা নামক বিষয়টার সাথে আমার চিরকালের শত্রুতা।তাই পড়ালেখাকে জীবনের অপশনাল সাবজেক্ট বানিয়ে নিয়েছি । পড়ালেখা করিতেছি কিনা জানিতে চাহিয়া লজ্জা দিবেন না!!!! প্লিচ!!!! ************************************** বাবা মা বলেছে,"লেখাপড়া না করলে ভাত বন্ধ!!!!!" তাই ভাত হারানোর ভয়ে লেখাপড়া করছি!!!! :পি ********************************************* দুষ্টামি + ফাজলামি+ পাগলামি

ফ্রাহিম তাজ › বিস্তারিত পোস্টঃ

লিপস্টিক প্রাণঘাতী ক্যানসারের কারণ হতে পারে

১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭







নারীদের সাজগোজের প্রধান প্রসাধনীগুলোর মধ্যে একটি হচ্ছে লিপস্টিক। নারীরা সাজবেন অথচ লিপস্টিক মাখবেন না, এ ঘটনা খুব কম। তাই অনেক রূপ সচেতন নারীর পার্সের ভেতরে লিপস্টিকের অবাধ বিচরণ। কিন্তু লিপস্টিকপ্রিয় নারীরদের জন্য একটি খারাপ খবর দিয়েছেন গবেষকরা। আর তা হচ্ছে, এই সাধের লিপস্টিকই হতে পারে প্রাণঘাতী ক্যানসারের কারণ! সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।



ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অকল্যান্ডের ১৪ থেকে ১৯ বছর বয়সী ১২ জন মেয়ের ব্যবহৃত লিপস্টিক ও লিপগ্লসের নাম ও ব্র্যান্ডড সম্পর্কে জানেন এবং একেদর নমুনা সংগ্রহ করেন।



গবেষকেরা দেখেন, এই লিপস্টকগুলোতে শিশা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম এবং অন্য আরও পাঁচটি ক্ষতিকর উপাদান অবস্থিত। এসব উপাদান মানবদেহে ক্যানসার সৃষ্টি করতে সক্ষম।



গবেষকেরা জানান, প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম-বেশি মাত্রায় রয়েছে। লিপস্টিক ঠোঁটে ব্যবহার করা হলেও মুখে চলে যায় ফলে এর থেকে ক্যানসারের সম্ভবনা থাকে।



সম্প্রতি এই গবেষণাটি এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ নামক এক সরকারি জার্নালে প্রকাশিত হয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মুদ্‌দাকির বলেছেন: খুবই গুরুত্ত পূর্ন পোষ্ট++++ আজকের বাস্তবতায় স্টিকি হওয়া উচিৎ

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭

ফ্রাহিম তাজ বলেছেন: কঠিন ভাবে হওয়া উচিত।।

২| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বশর সিদ্দিকী বলেছেন: খাইছে। যেই সব পুরুষরা চুম্ম-চাম্মি কইরা লিপস্টিক খাইয়া ফালায় তাগোর কি হইবো। :-B :-B

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

ফ্রাহিম তাজ বলেছেন: তারা সারা জীবন শুধু খেয়েই যাবে।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

আলী খান বলেছেন: লেও ঠেলা লিপস্টিক সামলা :> :> :> :>

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩

ফ্রাহিম তাজ বলেছেন: লিপস্টিকে করো হামলা। :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.