![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রৌদ্র বিস্ফোরিত শহরে ভোররঙে আঁকা ছায়া মানুষ আমি, আলোর রিবনের ভিতর খুঁজি অরূপের জীবন ..
ঢালিউডের কিছু মুভির চমকপ্রদ
তথ্য...
১)খাইরুন সুন্দরী
মৌসুমি এই মুভির এক সিনে আছাড় খাওয়ার
পর ভূমিকম্পে সিনেমার সেটের
একটা বাড়ি ভেঙ্গে পড়ে।
২) কাজের বেটি রহিমা
এই সিনেমাতে নায়িকা শাবানা কাঁদার জন্য
যে পরিমাণ গ্লিসারিন দরকার ছিল,
তা সরবরাহ করে আলাউদ্দিন কোম্পানি।
শুনা যায় এই গ্লিসারিন সেই
সিনেমাতে বেচে এই
কোম্পানি দেউলিয়া থেকে কোটিপতি হয়ে যায়।
৩) গরীবের প্রতিশোধ
এই সিনেমাতে নায়ক জসীম যে পরিমাণ
শার্টের বোতাম ছেঁড়েন, তা বেচে বড়লোক
হয়ে যায় এফডিসি এর ঝাড়ুদার কালাম
মুন্সি... :V
৪) দা স্পীড
এই সিনেমাতে নায়ক ও প্রযোজক অনন্ত
জলিল ব্যবসা করেন ৪ কোটি টাকা। তিনি এই
সিনেমাতে মোট ১১৬৫৪ টি শব্দ উচ্চারণ
করেন। তার মাঝে ভুল উচ্চারণ ছিল প্রায়
৮০২৩টি। প্রতি ভুল উচ্চারণের জন্য
তিনি আয় করেছেন প্রায় ৫০০০ টাকা
[সংগৃহীত]
বি দ্রঃ কমন পইড়া গেলে প্রকাশক দায়ি নহে।
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮
রোদের গল্প বলেছেন: আপনার নিকটা মজার। বাংলা গ্রামার পড়া হয় না বহুকাল। অনেকদিন পর সন্ধি বিচ্ছেদ দেখলাম!
২| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
আসলেই সব চমকপ্রদ তথ্য।
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০
রোদের গল্প বলেছেন: কালেক্টেড, শেয়ার করতে ইচ্ছে হল! ভূমিকম্পের তথ্যে মজা পেয়েছি!
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭
মাহবু১৫৪ বলেছেন:
এটা পরিষ্কার না, আসলেই কি নায়িকার আছাড়ে নাকি ভূমিকম্পের কারণে বাড়ি ভেঙ্গে গিয়েছিল।
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
রোদের গল্প বলেছেন: আমার মনে হয় কো-ইনসিডেন্স!
৪| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
বোকার হদ্দ বলেছেন: মচতকার হইছে।
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪
রোদের গল্প বলেছেন: আপনার নিকটাও সুন্দর, বোকার হদ্দ!
৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
বোধহীন স্বপ্ন বলেছেন: শেষেরটা সবচেয়ে চরম হইছে
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬
রোদের গল্প বলেছেন:
৬| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
বোকার হদ্দ বলেছেন: নামের প্রশংসার জন্য ধন্যবাদ।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯
রোদের গল্প বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৮
আদম_ বলেছেন: প্রেম ভালোবাসার কোনো দৃশ্যের বর্ণনা না থাকায় ব্যাপক বিমর্ষিত হলাম...........প্রেম ছাড়া ছবি হয় নাকি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
রোদের গল্প বলেছেন:
লুমান্তিক মুভি আমার জেনার না!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪
নিজাম বলেছেন: ভালই তো খোজ-খবর রাখেন!!!