নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

ইন্ঞ্জিনিয়ার

আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে নাক গলাই সব বিষয়েই.... এই ব্লগে প্রকাশিত কিছু পোস্টের অংশবিশেষ বাংলা উইকিপিডিয়ায় যোগ করেছি। সেই সকল অংশ ব্যতীত এই ব্লগের সকল পোস্ট creative commons license (Attribution Non commercial No Derivatives) এর আওতায় প্রকাশিত। আমার অনুমতি ব্যতীত কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ পরিমার্জন, পরিবর্ধন করা বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। অবাণিজ্যিক কাজে মূল উৎস প্রকাশ করে ব্যবহার করা যাবে।

ইন্ঞ্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

বাংলা কিবোর্ড লেআউট সমস্যা, সহজ সমাধান

১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:২৫

হাজার রকম বাংলা কিবোর্ডের লেআউটে যাদের দিশেহারা আবস্হা, এই পোস্ট তাদের জন্য। বাংলাদেশে কিবোর্ড লেআউটের কোন অভাব নেই। সামান্য প্রোগ্রামিং জানলেই হল, যে যার খুশি মত কিবোর্ড লেআউট তৈরী করে বসে। সমস্যা হয় আমাদের মত আমজনতার! MS Word এ লেখার সময় অভ্র, সামহয়্যারইনে সামু ফোনেটিক, উবুন্টুতে প্রভাত, কিবোর্ডে প্রিন্ট করা থাকে বিজয়, কম্পিউটার চালুর সময় প্রতিবার মোস্তফা জব্বারের ছবি দেখতে না চাইলে ইউনিজয়, শেষ পর্যন্ত Standard জাতীয়!!! ঘটনা এখানেই শেষ না, আরও আছে মুনীর, অভ্র ইজি, শাব্দিক...... এর যেন শেষ নেই।

কঠিন ঝামেলায় পড়েছিলাম যখন অভ্র পুরোপুরি শেখার পর উবুন্টুতে সরে আসলাম। ওমা, অভ্রের কোন লিনাক্স ভার্সন নেই, আসার কোন সম্ভবনাও নেই। শিখলাম প্রভাত। সামু আবার প্রভাত সাপোর্ট করে না। কি আর করা OpenOffice এ প্রভাত দিয়ে লিখি, তারপর কপি করে পেস্ট করি সামুতে। কিন্তু কমেন্ট করতে গেলে? এক ধন্যবাদ লিখতে গেলেও OpenOffice খুলে লিখে কপি পেস্ট??? এত ঝামেলার ভয়ে কমেন্ট করাই বাদ দিয়েছিলাম:((! মাঝেমাঝে মনে হত নিজেই একটা কিবোর্ড বানাই ২৫০ বাটনের। অ আ ই ঈ সব সিরিয়ালি সাজানো থাকবে, ে ো া ও সব যুক্তাক্ষরের জন্য আলাদা বাটন থাকবে :P। এটা ছাড়া বাঙ্গালীর জন্য Standard কিছু সম্ভব না!!! বরাবরের মত, এই ঝামেলায় অভ্যস্ত হওয়ার পর সমাধান পেলাম। আমার আর কাজে লাগবেনা কারণ অভ্র ভুলে গেছি, প্রভাত শিখতে গিয়ে/:)! তবে যারা অভ্র আর সামু নিয়ে ঝামেলায় আছেন তাদের কাজে লাগবে।



খুব কাজের একটা Firefox Addon পেলাম। এটি দিয়ে সামুসহ যেকোন ওয়েবসাইটে অভ্র, সামু,ইউনিজয়,মুনীর,জাতীয় ও শাব্দিক ফোনেটিক ইত্যাদি যেকোন লেআউটে লেখা যায়, এটি চালু থাকা অবস্হায় আপনি যে কোন লেআউটে লিখতে পারবেন, ঐ ওয়েবসাইট সাপোর্ট করুক আর নাই করুক! এমনকি শাব্দিক প্যাড ব্যবহার করে আপনি অফলাইনেও লিখতে পারেন। মাউসের দিয়ে লেআউট নির্বাচন করতে পারেন আবার সর্টকাটও ব্যবহার করতে পারেন। Addon টি ডাউনলোড করুন এখান থেকে

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-১

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৫

সানি জামান বলেছেন: বুঝেছি খুব ঝামেলায় আছেন।

২| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৮

ফিরোজ-২ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৭

প্রবালাহমেদ বলেছেন: ডাউনলোড তো করেছি। তারপর কী করতে হবে বুঝতে পারছি না।

৪| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:০৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আনজিপ করার পর shabdik.xpi নামের একটা ফাইল পাবেন। সেটাতে রাইট ক্লিক করে open with> firefox। তারপর ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।

৫| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৯

গৌতম রায় বলেছেন: সব জায়গায়ই তো ইউনিজয় দিয়ে লিখতে পারার কথা!

১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: উবুন্টুতে?

৬| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:২২

নাসির খান বলেছেন:

৭| ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৩১

'লেনিন' বলেছেন: সামু'র নিজস্ব বুকমার্কলেট আছে। প্রথম পাতায় অ্যানিমেটেড পুকুরের নিচে।

যার কোডটি জাভাস্ক্রীট:

var d=document,f='http://service.somewherein.net/bangla-editor/';1; {a=function() {if (!window.open(f,'banglakb','toolbar=0,status=0,resizable=0,width=540,height=320'))l.href=f};if (/Firefox/.test(navigator.userAgent))setTimeout(a,0);else{a()}}void(0)

৮| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৯

'লেনিন' বলেছেন: গৌতম রায় বলেছেন: সব জায়গায়ই তো ইউনিজয় দিয়ে লিখতে পারার কথা!

লেখক বলেছেন: উবুন্টুতে?

হ্যাঁ উবুন্তুতে http://omi.net.bd/?s=m17n এখানে গিয়ে দেখুন।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: হুমমম... যাই হোক, যারা অভ্রতে লিখতে অভ্যস্ত তাদের অ্যাডঅনটা কাজে লাগবে। আমি প্রধানত অভ্র ইউজারদের জন্যই লিখেছি। ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫০

গৌতম রায় বলেছেন: অভ্রও ভালো। তবে ইউনিজয়টা শিখে রাখলে সব জায়গায়ই কাজ করা যায়। উবুন্টুতেও ইউনিজয় কাজ করে যেটার লিংক অলরেডি লেনিন ভাই দিয়েছেন।

১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ধন্যবাদ

১০| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৭

ভাইরাস! বলেছেন: এত না প‌্যাচায়া শুধু ইউনিজয় ইউজ করলেইতো হয়।

১১| ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৪

নামহীনা বলেছেন: টেষ্ট করে দেখবো..

১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.