নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাল লাগে তাই করি

মুশফিকুর রহমান শাওন

https://mushfiq.xyz/

মুশফিকুর রহমান শাওন › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন; সে তো বিটিভি\'তেই সীমাবদ্ধ

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

ঝুড়ি বিহিন তলাঃ
১। সোনালী ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারিতে খোয়া গেছে প্রায় ৪ হাজার কোটি টাকা। খাচ্ছেন, খান...!!

২। শেয়ার বাজার কেলেঙ্কারিতে ক্ষতি প্রায় ২ লাখ কোটি টাকার বেশি! খাচ্ছেন, খান...!!

৩। জনতা ব্যাংক ও সরকারি তহবিল থেকে ক্রিসেন্ট গ্রুপ হাতিয়ে নিয়েছে ৫১৩০ কোটি টাকা। খাচ্ছেন, খান...!!

৪। একবছরে ট্রেনে লস ১৮৫২ কোটি টাকা। খাচ্ছেন, খান...!!

৫। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে খোয়া গেছে ৮০০ কোটি টাকা। খাচ্ছেন, খান..!!

৬। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে কয়েকশো কোটি টাকার সোনা চুরি এবং সেখানে লোহার উপস্থিতি। খাচ্ছেন, খান...!!

৭। বাতাসে ২২৭ কোটি টাকার কয়লা উধাও। খাচ্ছেন, খান..!!

৮। বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাত এবং লোকসান। খাচ্ছেন, খান..!!

৯। শীর্ষে থাকা ইসলামী ব্যাংক সরকারের হাতে গিয়ে'ই ১৬ মাসের মাথায় তাঁদের প্রায় ২ হাজার কোটি টাকার বেশি ঋণ বেড়েছে। খাচ্ছেন, খান...!!

৬। এছাড়া ট্রাস্ট ব্যাংক ও গ্রামীন ব্যাংক ধ্বংশ এবং সোনালী ব্যাংকের ভল্ট থেকে মহা মূল্যবান দরিয়া-ই-নূর হীরক খন্ডটি উধাও। খাচ্ছেন, খান...!!

হাহ হা-চেটেপুটে খাচ্ছে। কিচ্ছু বলবোনা; কারণ এদেশে জন্ম নেওয়াটাই যে সবথেকে বড় অপরাধ। স্বাধীনতার চেতনা বিক্রি মানেই হলো দেশপ্রেমিক আর উচিত কথা বলা মানে রাজাকার...!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

ফেনা বলেছেন: আমিও কিছু বলব না- খাচ্ছেন .......খান।

২| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: উন্নয়ন টা আসলে কোথায় হয়েছে?
মেট্রোরেল?
পদ্মা সেতু?
এখনও কাজ শেষ হয়নি।

তাহলে কই উন্নয়ন?

৩| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

ব্লু হোয়েল বলেছেন:
বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা

এনন টেক্সটাইলের ৫৫০০ কোটি টাকা

৪| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

বলেছেন: খাচ্ছেন .......খান।

৫| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডেস্টিনি,ইউনিপে ২ ?

৬| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

হাঙ্গামা বলেছেন: রাজীব নুর বলেছেন: উন্নয়ন টা আসলে কোথায় হয়েছে?
মেট্রোরেল?
পদ্মা সেতু?
এখনও কাজ শেষ হয়নি।

তাহলে কই উন্নয়ন?


একই প্রশ্ন আমার ও।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ঢাকার লোক বলেছেন: মাথা ঘুরছে ! এত্ত টাকা হেলায় ফেলায় হারায়ে গেছে ? বড় লোক না হলে এ সম্ভব ! উন্নয়ন হয়নি কে বলে?

৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

বার্ণিক বলেছেন: ঢাকায় বৃষ্টি হলেই দেখা মিলে উন্নয়নের জোয়ারের।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খাচ্ছেন, খান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.