নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাল লাগে তাই করি

মুশফিকুর রহমান শাওন

https://mushfiq.xyz/

মুশফিকুর রহমান শাওন › বিস্তারিত পোস্টঃ

হাট্টিমাটিম টিম - রোকনুজ্জামান খান

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

টাট্টকে আজ আনতে দিলাম

বাজার থেকে শিম

মনের ভুলে আনল কিনে

মস্ত একটা ডিম।



বলল এটা ফ্রি পেয়েছে

নেয়নি কোনো দাম

ফুটলে বাঘের ছা বেরোবে

করবে ঘরের কাম।



সন্ধ্যা সকাল যখন দেখো

দিচ্ছে ডিমে তা

ডিম ফুটে আজ বের হয়েছে

লম্বা দুটো পা।



উল্টে দিয়ে পানির কলস

উল্টে দিয়ে হাড়ি

আজব দু'পা বেড়ায় ঘুরে

গাঁয়ের যত বাড়ি।



সপ্তা বাদে ডিমের থেকে

বের হল দুই হাত

কুপি জ্বালায় দিনের শেষে

যখন নামে রাত।



উঠোন ঝাড়ে বাসন মাজে

করে ঘরের কাম

দেখলে সবাই রেগে মরে

বলে এবার থাম।



চোখ না থাকায় এ দুর্গতি

ডিমের কি দোষ ভাই

উঠোন ঝেড়ে ময়লা ধুলায়

ঘর করে বোঝাই।



বাসন মেজে সামলে রাখে

ময়লা ফেলার ভাঁড়ে

কাণ্ড দেখে টাট্টু বাড়ি

নিজের মাথায় মারে।



শিঙের দেখা মিলল ডিমে

মাস খানিকের মাঝে

কেমনতর ডিম তা নিয়ে

বসলো বিচার সাঁঝে।



গাঁয়ের মোড়ল পান চিবিয়ে

বলল বিচার শেষ

এই গাঁয়ে ডিম আর রবে না

তবেই হবে বেশ।



মনের দুখে ঘর ছেড়ে ডিম

চলল একা হেঁটে

গাছের সাথে ধাক্কা খেয়ে

ডিম গেলো হায় ফেটে।



গাঁয়ের মানুষ একসাথে সব;

সবাই ভয়ে হিম

ডিম ফেটে যা বের হল তা

হাট্টিমাটিম টিম।



হাট্টিমাটিম টিম-

তারা মাঠে পারে ডিম

তাদের খাড়া দুটো শিং

তারা হাট্টিমাটিম টিম।


লেখক পরিচিতিঃ রোকনুজ্জামান খান
জন্মঃ ৯ এপ্রিল ১৯২৫
পাংশা, ফরিদপুর, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যুঃ ৩ ডিসেম্বর ১৯৯৯ (৭৪ বছর)
জাতীয়তাঃ বাংলাদেশী
জাতিসত্তাঃ বাঙ্গালী
পেশাঃলেখক, সংগঠক
দাম্পত্য সঙ্গীঃনূরজাহান বেগম
পুরস্কারঃস্বাধীনতা দিবস পুরস্কার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছোটবেলা এই কবিতা কে না পড়েছে !!!

২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ছন্দে ছড়া লিখেছেন। ভালো লাগলো।।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রুকনুজ্জামান এর ভালো ভালো ছড়া, কবিতা খুব সুন্দর,,,

৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

বাকপ্রবাস বলেছেন: এমন ছড়া পড়লে মন ভাল হয়ে যায়

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

করুণাধারা বলেছেন: ছড়াটা চমৎকার, পড়ে ভালো লাগলো।

কিন্তু নামের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনি কি দাদাভাইয়ের নামটা আপনার নিক হিসেবে নিয়েছেন?

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

মুশফিকুর রহমান শাওন বলেছেন: বুঝলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.