নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাল লাগে তাই করি

মুশফিকুর রহমান শাওন

https://mushfiq.xyz/

মুশফিকুর রহমান শাওন › বিস্তারিত পোস্টঃ

কাজের ছেলে - যোগীন্দ্রনাথ সরকার

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:০৪

'দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু'টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।'
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।
'দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু'টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।'

বাহবা বাহবা- ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ।
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
'দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম ভরা বেল, দু'টা পাকা তেল, সরিষার কৈ।'

ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে, ঘোষেদের ননী:
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি।
দাদখানি তেল, ডিম-ভরা বেল, দু'টা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!

এসেছি দোকানে-কিনি এই খানে, যদি কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু'টা পাকা ডাল, ডিম-ভরা দৈ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার l

২| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:১২

মলাসইলমুইনা বলেছেন: মুশফিকুর রহমান শাওন,
হা হা করেছেন কি ?
যেন ছোট বেলার স্কুলের টু বা থ্রি-র ক্লাস রুমে ঢুকিয়ে দিলেন একেবারে ! আহা এই নস্টালজিক কবিতা পড়ে আমার পাঠশালা জীবনটাকে মনে করে কেমন যেন করে উঠলো বুকের ভেতরটা !

৩| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯

কানিজ রিনা বলেছেন: আমি এখনও ছোট বাচ্চা একবিতা বলি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.