নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের পণ্য যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু কেউ ব্যবসা করতে চাইবে না বা চাইলেও পারবে না।
তেমনি দরকারি সময়েও হাতের লাগালে বিদেশী পণ্য পাওয়া যায় না। এটা করোনার সময়ে যদি আপনি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে বুঝতে পারা উচিত।
এখন দেশী পণ্য বিদেশী পণ্যের বিপরীতে নাই কেন? ভালো প্রশ্ন।
ধরুন আপনি দেশীয় গরুর চামড়া দিয়ে জুতা বানানো শুরু ক্রুলেন বিক্রির জন্য কিন্তু মান ভালো হওয়া সত্ত্বেও কেন কিনছে না। প্রচারের অভাব? নাহ মার্কেটিং ঠিক ঠাক মতই করার পরেও হচ্ছে না বা আশানুরুপ হচ্ছে না তাহলে বিনা লাভে কত বছর আপনি ঐ ব্যবসার উপর ইনভেস্ট করে চলবেন?
কিন্তু মানুষ যদি আপনার প্রোডাক্ট ব্যবহার করত এবং ভালো খারাপ ফিডব্যাক দিতো এবং আপনি সেটাকে ভালোভাবে নিয়ে কাজে লাগাতে পারতেন এবং আস্তে আস্তে আমাদের দেশ স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেত। এমন কি আপনাকে দেখে আরো অনেক মানুষ ব্যবসা করতে উদ্ভূত হত।
যেটা নিঃসন্দেহে ভালো দিক। চাকরি কেন্দ্রিক পড়ালখা মোটেও ভালো না। ইংরেজ রা আমাদের দেশে আসার আগে এই দেশের শতকরা ৫৪ শতাংশ মানুষ উদ্যোক্তা ছিল বাকি ৪৬ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভর ছিল। নিচের এই ভিডিওটি দেখার অনুরোধ রইলঃ
বাংলাদেশী পণ্য
-
সয়াবিন তেলঃ পুষ্টি/ ফ্রেশ/ তীর/ বসুন্ধরা
নারিকেল তেলঃ জুই/ গন্ধরাজ/ তিব্বত/ কিউট/ নারিকেল কিনে নিজে বানাবেন
ডিটারজেন্ট পাওডার বা গুড়া সাবানঃ কেয়া/ তিব্বত
শ্যাম্পুঃ রিভাইব/ কিউট/ সিলেক্টপ্লাস/ আর্নিকাপ্লাস/জার্মানিল/ সিগনেচার/ প্রাকিতিক সাদামাটি
বিউটিসোপঃ কেয়া/ তিব্বত/স্যান্ডালিনা/মেরিল/ হাবিব/ কসকো
লন্ড্রী সোপঃ কেয়া/ তিব্বত/চাকা/ প্রাকিতিক রিটি ফল
কোমল পানিঃ ক্লেমন/ মোজো/ আরসি/ ডাব/ পানির সাথে লেবু বা তেঁতুল
স্যনিটারি ন্যাপকিন বা প্যাডঃ সেনোরা/ জয়া/ কনফিডেন্স/ফ্রিডম
টুথপেস্টঃ মেডিপ্লাস/ ব্রাশআপ/ ম্যজিক/ হোয়াটপ্লাস/ কয়লারগুড়া/ ছাই/ আম পাতা
টুথব্রাশঃ ম্যাটাডোর/ প্রাকৃতিক দাতন যেমন নিম বা জয়তুন
পটাটো চিপসঃ বোম্বে/ বিডি/ আকিজ/ বাড়িতে আলু ভাজবেন
হ্যান্ড স্যানিটাইজারঃ সেপনিল/ হ্যান্ডসেফ/ হ্যান্ডসেন/ শুকনা মাটি/ ছাই/লেবুর রস
জুসঃ ডাব/আখের রস/ফ্রুটিকা/সজিব/একমি/এসএমসি/ বাড়িতে বিভিন্ন দেশী ফল বেলেন্ড করবেন
চাঃ ইস্পাহানি/বসুন্ধরা/ কাজি কাজি
নুডুলসঃ কোকোলা/ বসুন্ধরা/ চপস্টিক/ সজিব
লিপজেল এবং ক্রীমঃ কিউট/ তিব্বত/ কেয়া/ মেরিল
নীলঃ চমক
এয়ার ফ্রেশনারঃ এ্যানজেলিক/ গ্রিন টাচ/ অর্কিড/ ফ্যন্টাস্টিক
কলম/পেন্সিল/স্টাপ্লার ও পিনঃ ফ্রেশ/ইকোনো/ম্যাটাডোর
সরিষার তেলঃমদিনা/সুরেশ/ বসুন্ধরা/পিউর/সরিষা কিনে নিজে তৈরী করবেন
মোবাইল সিমঃ টেলিটক
ট্যালকাম পাওডারঃ তিব্বত/ আইসকুল/কিউট/ মিল্লাত/ চাঁদনী/ রিভাইব
এ্যরোসল/ মশার কয়েলঃ এসিআই/ এক্সপেল/ রকেট/ ঈগল/প্রাকৃতিক নাড়া পল বা অন্য কিছু দিয়ে ধোঁয়া করবেন
টয়লেট বা বাথরুম ক্লিনারঃ শক্তি/ক্লিন মাস্টার/ হাইজিন/ লেবুর রস ছাই
থালা বাসন মাজাঃ লেবুপ্লাস/লেবুর রস/ ছাই/শুকনা মাটি
ডায়াপারঃ ফ্রেশ/ বসুন্ধরা/সুপার মম/সন্তানের প্রতি মহাব্বত ও পরিবেশের জন্য মায়েরা কাঁথা বানান
লবনঃ মোল্লা/ মধুমতি/ ফ্রেশ/ বসুন্ধরা/ কনফিডেন্স/এসিআই
পারফিউমঃ কুল /এ্যলকোহল মুক্ত দেশী আতর (সিলেটে আগর কাঠের সুগন্ধি পাওয়া যায় যেটার আরব বিশ্বে রপ্তানি হয়)
সেমাইঃ বনফুল/বিডি/ঢাকা
গুড়াদুধঃমার্কস/ ফ্রেশ/ পিউর/ পারলে গরু বা ছাগলের দুধ ব্যবহার করুন
শাড়িঃ রাজশাহী সিল্ক/ টাঙ্গাইলের জামদানি/ তাঁতের শাড়ি
পানঞ্জাবী/টি শার্ট বা গেঞ্জিঃ খাদি পাঞ্জাবী/শৈল্পিক
রংঃ মুনস্টার, ডানলপ
টিস্যুঃ ফ্রেশ/ বসুন্ধরা
ইলেকট্রিক পণ্যঃ যমুনা/ওয়ালটন
কম্পিউটারঃ জাদু পিসি
জুতাঃ আফজাল / লিবার্টি/ বিউটি/ পায়ে পায়ে
আটাঃ তীর/ ফ্রেশ/ বসুন্ধরা/ নাভানা/ গম বা চাল গুড়া করে নিজেরা বানান
বিস্কুটঃ হক / রিদিশা/ অলিম্পিক/ বেঙ্গল/ আকিজ
সিমেন্টঃ ফ্রেশ/ বসুন্ধরা/ আকিজ/ এ্যলিফেন্ট/ কিংব্রান্ড
প্রিন্টিং কাগজঃ বসুন্ধরা/ ফ্রেশ
পানিঃ মাম/ ডৈইলি/ফ্রেশ/স্পা/নিজেরা ঘরে পানি কয়লা,বালি,ফিটক্ দিয়ে বা ফুটিয়ে বিশুদ্ধ করুন
চকলেটঃ মিমি চকলেট
-
যে কোন পণ্য কেনার পূর্বে নিশ্চিত হোন সে পণ্য আপনার দেশের আছে কিনা । দেশী পণ্য কেনা আপনার নৈতিক এবং রাষ্ট্রীয় কর্তব্য । বিক্রেতারা ক্রেতাকে দেশী পণ্য দিন ও কিনতে উদ্ভুদ করুন । আপনার জানা বাংলাদেশী পণ্য এই তালিকায় থাকলে কমেন্ট এ বলতে পারেন
#Boycott_Indian_products
#BoycottIndianProducts
#BoycottCocaCola
#BoycottIsrailProduct
©somewhere in net ltd.