নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

কতো কিছু দেখার বাঁকি

২২ শে মে, ২০২৪ রাত ১:২৫


হারুন রাতের বেলা বন-জঙ্গলের পাশ দিয়ে বাসায় ফিরছিল, এমন সময় দেখে সামনের দিক থেকে একজন হাতে হারিকেন নিয়ে বনের মধ্যে ঢুকে গেল। কৌতুহল বশতঃ পিছুপিছু গিয়ে দেখে তার পরিচিত মোকলেছ। তাকে জিজ্ঞেস করে এত রাতে তুই জঙ্গলে কি করিস ? সে উত্তর দেয় আত্মহত্যা করবো বলে এসেছি। হারুন তাকে বলে আত্মহত্যা করবি ভালো কথা কিন্তু হারিকেন কেন ? মোকলেছ বলে যদি সাপে কামড়ে দেয় ?

এমন গল্প আরো আছে, এক ব্যক্তি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে টিফিন বক্স ভরে খাবার নিয়ে বসে আছে। কয়টার ট্রেন কখন আসবে বলাতো যায় না!

আগে শুনেছি মানুষ যখন হজে যায় তখন তার নিয়ত থাকে মৃত্যু যেন মক্কা বা মদিনাতেই হয়। তাই সবার কাছ থেকে একেবারে বিদায় নিয়েই বের হয়।

তবে সময় বদলেছে, হজ করতে গিয়ে জানে কষ্ট দিয়ে লাভ নাই তাই মানুষ এখন জর্দা, সিগারেট, কাঁঠাল, পেঁপে এসব নিয়ে যায়।




ছবি ভিডিও থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৪ বিকাল ৩:২৩

করুণাধারা বলেছেন: আশ্চর্য! এইমাত্র আমি বিমানে কাঁঠাল নিয়ে যাওয়া সম্পর্কে মন্তব্য করলাম! তারপর দেখি এর ভিডিও!

২৩ শে মে, ২০২৪ রাত ১:৩৬

ফ্রেটবোর্ড বলেছেন: যে পরিমাণ জর্দা আর সিগারেট নিয়েছে দেখে মনে হচ্ছে যেহেতু দীর্ঘ দিন থাকতে হবে জানে কষ্ট দিয়ে কি লাভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.