নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চব্বিশ শুধু্ই দিন রাত নয়
চব্বিশ মানে স্বাধীনতা
চব্বিশ মানে সাইদের মতো
সাহস নিয়ে বুক পাতা
চব্বিশ হলো মুগ্ধের পানি
যেথায় রয়েছে মানবতা
চব্বিশ মানে পিছনে পুলিশ
সামনে শুধুই স্বাধীনতা
চব্বিশ মানে একটি জাতির
নতুন করে বেঁচে ওঠা
চব্বিশ মানে কবর হলো
নাতি-পুতির সোনার কোটা
চব্বিশ কেবল সংখ্যা নয়
দুই আর চারে ছয় হয়
ছয় ছাত্রের আহ্বানে
ছাত্র-জনতা বাংলাময়
চব্বিশ শুধু হুঙ্কার নয়
করে দেখানো একটি জাতি
চব্বিশ মানে স্বৈরাচারের
পতন হলো রাতারাতি
ছবি
©somewhere in net ltd.