নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের যমিনে ছোট পারিজাত এক.....

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।

সহেলী

এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

সহেলী › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা )

১২ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৭



রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবিনি সম্ভব হবে কোনদিন ।।

আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে --
দালিম-ফুলের মত রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে ।
মনে হল, কাল রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা :
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার ।
সমাজবিধির পথ গেল খুলে :
আলাপ করলেম শুরু --
'কেমন আছো', 'কেমন চলছে সংসার ' ইত্যাদি ।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে ।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব ,
কোনটা বা দিলেই না ।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় --
কেন এ-সব কথা ,
এর চেয়ে অনেক ভাল চুপ ক'রে থাকা ।।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে ।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল কম সাহস নয় --
বসলুম ওর এক বেঞ্চিতে ।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
'কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার !
আমাকে নামতে হবে পরের স্টেশনেই ;
দূরে যাবে তুমি ,
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে ,
শুনব তোমার মুখে ।
সত্য করে বলবে তো ?'
আমি বললাম ,'বলব' ।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে --
কিছুই কি নেই বাকি?'

একটুকু রইলেম চুপ করে ;
তার পর বললেম ,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে' ।

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম নাকি ।
ও বললে, 'থাক এখন যাও ও দিকে'
সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।।

( এ জন্যই রবীন্দ্রনাথ ! কত কথার জবাব পাইনে নিরন্তর ছোটাছুটি করেও ঘরে এবং বাইরে , উনি মনের কথা বুঝে গেছেন , জেনে গেছেন মর্মব্যথা । হৃদয়াবৃত্তিকে প্রশ্রয় দিয়েছেন --- লেখার গভীরে গাঢ় মমতায় । জেনে গেছি দু:খ , দু:খবোধ থাকে বলেই গোপন কুঠুরীতে আলো জ্বলে মিটিমিটি , দগ্ধ করে , মনে করিয়ে দেয় হারিয়ে যায় না না-হারানোর বেদনা । বেদনার নীল যে ভালবাসার রঙ সে কথা উনি তো মনে করিয়ে দিয়েছেন । কেন ভুলে যাই ?

মন্তব্য ৯২ টি রেটিং +২৫/-১

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:০১

নাজনীন১ বলেছেন: আপু, রবীন্দ্রনাথের কবিতা? এতো সহজ!!! সব তো বুঝে ফেললাম!!

১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৫

সহেলী বলেছেন: রবীন্দ্রনাথ মানেই তো সহজ ! সব কঠিনকে ভেঙ্গে দেবার জন্যই তো সে । কষ্টকে , দু:খকে , না পাওয়াকে , দু:সহ গুরুভারকে হালকা করে দেবার জন্যই তো সে সব গুছিয়ে দিয়ে গেছে ।
ভাল থেকো ।

২| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৫

তপা বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি শেয়ার করার জন্য ।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩০

সহেলী বলেছেন: ধন্যবাদ তপা , সুতপা !

৩| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০

জেরী বলেছেন: 'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে ।' .......এই লাইনটা আগের কোন লেখায় পড়েছি

১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩১

সহেলী বলেছেন: পড়েছো যে মনে আছে দেখছি । কার আবার ! আমার লেখায় !

এ কথাটা আমার ভারী পছন্দের ।

৪| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:২১

ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। এ জন্যেই রবীন্দ্রনাথ।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪

সহেলী বলেছেন: হ্যা , সেইজন্যই রবীন্দ্রনাথ !
কখনো কখনো আপনমনে অহংকারী হই , তাঁকে পেয়েছি বলে !
যদি সে আসবার আগে এসে চলে যেতাম পৃথিবী থেকে -- কেমন বঞ্চিত হতাম ।
সব কিছুর জন্যই স্রষ্ঠার কাছে শোকর করি , রবীন্দ্রনাথকে পেয়েছি বলেও করি অনেকবার ।

৫| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলেছেন: রবীন্দ্রনাথ কেবল অন্ত্যমিলের কবিতা থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে অ-মাইকেলীয় অমিত্রাক্ষর/গদ্যছন্দে লিখা শুরু করেছেন পরীক্ষামূলক ভাবে- এটা সেই সময়ের কবিতা (আর গদ্যছন্দে রবীন্দ্রনাথের দৌড় এ পর্যন্তই)। এ কবিতাটা নিয়ে অযথা বেশি মাতামাতি হয়। আজকের দিনে কেউ এ-কবিতা লিখলে কবিরা তাঁকে পরামর্শ দেবেন আরো বেশি বেশি লিখে হাত পাকানোর জন্য।

নাজনীন১ বাবু, খুব বাচ্চাদের মতো হয়ে গেছে আপনার কথাটা। পৃথিবীর যে কোন ভাষার সেরা কবিদের কবিতা সবচেয়ে সহজবোধ্য; পৃথিবীর সেরা কবিতাগুলো সবচেয়ে বেশি সহজবোধ্য। It's not easy to express easily. "সহজ করে যায় না বলা সহজে।" কারো কবিতা খুব সহজে বুঝে ফেললে কবিতাটাও খুব সাধারণ, ব্যাপারটা এরকম না মোটেও।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪০

সহেলী বলেছেন: রবীন্দ্রনাথের দৌড় যে কোন পর্যন্ত সেটা কি গবেষনা করে বের করবার মত !
আর আজকে বা কালকে এমন কবিতা যদি কেউ লিখে ফেলতে পারতো তো ভাল হোত ! বার বার একটা কবিতা আর পড়তে হোত না !
এর চেয়ে হাত পাকলে যে কবিতা বেরুবে সেটা হয়তো কোন বিশিষ্ট পাঠকের জন্য ।

আমার মনে হয়েছে একটা লেখা পড়ে হঠাৎ যেমন ভাব চলে আসে নাজনীন সেরকম করে কিছু বলেছে ! এমন বাচ্চাদের মত করে তো কতবারই কত কথা বলি ! এখানে সবাই কি আর বুড়োমী করতে আসে বা পারে !
আমি নিজেই তো সেরকম নাজনীন একজন ।

ধন্যবাদ আপনার বিভিন্ন বিশ্লষনী কথার জন্য ।
শুভকামনা রইল ।

৬| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৪

আবু সালেহ বলেছেন: একটুকু রইলেম চুপ করে ;
তার পর বললেম ,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে ।'

খটকা লাগল , কী জানি বানিয়ে বললেম নাকি ।
ও বললে , ' থাক এখন যাও ও দিকে ।'
সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।।


ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য............

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:২১

সহেলী বলেছেন: অনেক করে বলা কথা , কবিতায় যে বলা যায় , বোঝানো যায় ; সেটা রবীঠাকুর বুঝিয়েছেন , আর বুঝিয়েছেন না বলা কথার পেছনের কথা যার আবেদন বেশী আরো ।
ভাল থেকো ।

৭| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৪

হুতুমে পঁচা বলেছেন: বহুবার পড়েছি , অনেক ভালো লাগে।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:২৮

সহেলী বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন ।

৮| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৫

মমমম১২ বলেছেন: আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
কিছুই কি নেই বাকি


ভাল লাগলো।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:২৯

সহেলী বলেছেন: ভাল লঅগবার মত লেখা যে ,
ভাল থেকো ।

৯| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৮

ডাইরেক্ট অ্যাকশান বলেছেন: যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলেছেন: রবীন্দ্রনাথ কেবল অন্ত্যমিলের কবিতা থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে অ-মাইকেলীয় অমিত্রাক্ষর/গদ্যছন্দে লিখা শুরু করেছেন পরীক্ষামূলক ভাবে- এটা সেই সময়ের কবিতা (আর গদ্যছন্দে রবীন্দ্রনাথের দৌড় এ পর্যন্তই)। এ কবিতাটা নিয়ে অযথা বেশি মাতামাতি হয়।



ভুদাই কি আর গাছে ধরে?

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:৩১

সহেলী বলেছেন: আপনি কবিতাটা পড়লেন কিনা বুঝতেই তো পারলাম না । অবশ্য এই কবিতা অনেকে অনেকবার পড়া ।
ভাল থাকুন ।

১০| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯

কালপুরুষ বলেছেন: আরে আমিতো এই কবিতা কখনো পড়িনি। শেয়ার করার মতো সুন্দর কবিতা।

আমি এমন সহজভাবেই লিখতে চাই, গুরুর মতো পারছি কই? তবুও চেষ্টা করে যাই।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:৩২

সহেলী বলেছেন: দাদা , আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এ কবিতা আপনার পড়া হয় নি ।
হয়তো মনে নেই । আপনার লেখায় দক্ষতাই বলে দেয় আপনার পড়া কতখানি ।

১১| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫১

ভাস্কর চৌধুরী বলেছেন:


+
কবিতাটি ব্লগে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২ ই জুন, ২০০৯ রাত ৯:১১

সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকেও । ভাল থাকবেন ।

১২| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫২

নাজনীন১ বলেছেন: @যাহা বলিব......,কারো কবিতা খুব সহজে বুঝে ফেললে কবিতাটাও খুব সাধারণ --- এই ধারণা আমার মাঝে নেই। স্কুলের বইগুলোতে যে সহজ কবিতাগুলো পড়েছিলাম, সেগুলো এখনো আমার কাছে অন্য সব কবিতার চেয়ে প্রিয়।

এখানে আমি যাহা বলিয়াছি সত্য বলিয়াছি, ভাল লেগেছে কবিতাটি, ভাবার্থ বুঝেছি বলে মনে হয়েছে, সেটাই জানিয়ে গেছি।


সহজ করে যায় না বলা সহজে --- অবশ্যই, এটা শুধুই কবিতার বেলায় না, যে কোন তত্ত্বের বেলাই খাটে, যে যেটা খুব ভাল বোঝে, সেটা সে খুব সহজ করে বোঝাতে পারে। এখানে এই কবিতাকে বা কবিকে ছোট করার কোন সাহস বা সুযোগ আমার মতো একজন সাধারণ পাঠকের নেই।

ধন্যবাদ আপু, আপনি আমাকে বুঝেছেন।

১২ ই জুন, ২০০৯ রাত ৯:১০

সহেলী বলেছেন: ভাল থেকো নাজনীন ।

১৩| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৩

ধ্রুব০০৭ বলেছেন:
আমারও আনেক ভাললাগা কবিতা গুলোর একটি এটি.........

ধন্যবাদ আপনাকে।

দু'একটি লাইনে একটু খটকা লাগছে আমার...

'আগে ওকে কতবার দেখেছি
লাল রঙের শাড়িতে --" নাহয়ে.....

"আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে --" এবং

"এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল সাহস তো কম নয় --" নাহয়ে......

"এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল কম সাহস নয় --" হবেকি??

হতে পারে আমিই ভুল।

@ যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না ...........
ধন্যবাদ আপনার লেখার জন্যও।

১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯

সহেলী বলেছেন: ঠিক করে দিয়েছি , ধন্যবাদ অনেক ।
শুভকামনা আপনার জন্য ।

১৪| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:০৪

ধ্রুব০০৭ বলেছেন:
@ নাজনীন১ & লেখক.......

মতামতের ভিন্নতার মাধ্যমেইতো ভালো কিছু বেরিয়ে আসে, তাইনা?
সমালোচনায় ভালো-মন্দ সব কাজেরই মুল্যায়ন হয়। মুল্যয়ন হয় সমালোচকেরও.....

আপনাদের দুজনকেও ধন্যবাদ।

১২ ই জুন, ২০০৯ রাত ৯:৩৫

সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভকামনা রইল ।

১৫| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১২

সীমন্ত ইসলাম বলেছেন: আমার খুব খুব প্রিয় কবিতার মধ্যে এটি একটি আর একটা হলো বাশি। সঞ্চয়ীতাটা সাথে করে আনা হয়নি এবার। তাই পড়তে ইচ্ছা হলেও, পড়তে পারছিলাম না।

অসংখ্য ধন্যবাদ, সেয়ার করার জন্য।

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৫

সহেলী বলেছেন: সময় করে দেব বাশীঁ কবিতার পোষ্ট ।
ধন্যবাদ ।

১৬| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১৫

সীমন্ত ইসলাম বলেছেন: @ যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না

-------------------------------------------------------------------

আপনার কথাগুলো অমিতের মতো মনে হচ্ছে।

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৬

সহেলী বলেছেন: তোমার এই কথাটা খুব মনে ধরেছে --নিবারন চক্রবর্তীর কথার মতই শোনালো ওর কথাগুলো ।

১৭| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১৭

ক-খ-গ বলেছেন: ইদানিং বাধ্য হয়ে রবীন্দ্রনাথ পড়তে হচ্ছে........ :( (কারণ পরে বলবো)। তবে বাঙালি হিসেবে অনেক ক্ষেত্রেই আমরা উনার কাছে ছুটে যাই বারবার.......

সমর্পিত উচ্চারণ, নাকি উচ্চারিত সমর্পন?

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৮

সহেলী বলেছেন: ঘটনা কি , পড়া রবীন্দ্রনাথ নিয়ে আবার পড়েছো !

বাঙালী হিসেবে গর্বিত যে ছুটে যাব এমন একজন আছেন আমাদের জন্য ।

ভাল থেকো ।

১৮| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:২৮

মানুষ বলেছেন: এই কবিতাটা আগে পড়েছি কিনা মনে আসছে না। এখন পড়ে নিলাম।

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৪:০২

সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৯| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৩

জেমস কালাহান বলেছেন: নমি আমি কবিগুরু তব পদাম্বুজে,---

সবাই এখানে এত ভাল ভাল কথা বলেছে যে আমি কিছু বলতে গেলে পাছে আবার মুর্খতা না করা ফেলি। কোথায় যেন পড়েছিলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নাকি কবিগুরুর হাত ধরে যাওয়া যায়।

ঠাকুরের জন্ম দিনের মেলায় গিয়েছিলাম শিলাইদহে, অনেক রাত অবধি ছিলাম। গান শুনলাম, কবিতা শুনলাম আর বসে থাকলাম -- সেই বকুল গাছ এর নিচে,পুকুরের পাড়ে যেখানে উনি বসতেন। সবচেয়ে অবাক ব্যাপার হলো আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল ঠাকুর যেন ঘুরে বেরাচ্ছেন আমাদের মাঝে, কিংবা কুঠিবাড়ির বারান্দা দিয়ে দেখছেন নিচে মানুষের ঢল।কত সুন্দর সেই বিকেল, অসহ্য সুন্দর।

আপনাকে ধন্যবাদ এই সুন্দর পোষ্ট এর জন্য।

২৫ শে জুন, ২০০৯ রাত ১২:০২

সহেলী বলেছেন: শিলাই দহে যাব -- অনেক প্রস্তুতি মনে মনে । আপনার তখনকার যে অনুভুতি সেটা তো আমারই হবে মনে হচ্ছে ।

ইস , যদি যেতে পারি , যাব একদিন তার সাথে সেখানে যার সাথে যাওয়া রবীঠাকুরকে উদ্ভাসিত করবে খুশীতে --- আশায় আশায় থাকি ।
"দিবস রজনূ আমি যেন কার আশায় আশায় থাকি ".........আবার রবীন্দ্রনাথ !
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

২০| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৪

শিকস্তি বলেছেন: আবৃত্তিটা দেয়া যায়না ?

১২ ই জুন, ২০০৯ রাত ৯:১৩

সহেলী বলেছেন: আবৃত্তিটা আছে আমার শারমিন লাকী আর মহিদুলের , তবে লিঙ্ক দেয়ার বিষয়টা জটিল মনে হয় ।
দু:খিত্।

২১| ১২ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৮

ডিজিটালভূত বলেছেন: কবিতাটি আগেও কয়েকবার পড়েছি। এটি আমার প্রিয় কবিতার একটি। শেয়ার করার জন্য প্লাস আর সাথে অনেক শুভেচ্ছা।

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৪:০০

সহেলী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।
এ কবিতার কথাগুলো সাধারন , তবে মনে দাগ কাটে যার কাটবার কথা ।

২২| ১২ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১

অনন্ত দিগন্ত বলেছেন:
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে --
কিছুই কি নেই বাকি?'


মাঝে মাঝে নিজেকেই এমন করে প্রশ্ন করেও যখন কোনো উত্তর পাইনি এর পর থেকে বাদ দিয়েছি নিজেকে শুধানো ... এ যেন বিনা কারনে সময়ক্ষেপন ছাড়া আর কিছুই না ...

১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৫

সহেলী বলেছেন: বিনা কারনে সময়ক্ষেপন ! বেশ বলেছো ।
তবে কবির কথাগুরো মাথা থেকে যায় না যতই সময় দেই না কেন ?
রবীঠাকুর কি জানতেন এই কবিতা কারো জীবনে সত্যি হয়ে যেতে পারে ?

২৩| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:০২

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলেছেন: কিসের মধ্যে কি, হ্যালোওওওও সহেলী!

আমার কথার সত্যতাই তো মিলল শেষ পর্যন্ত।

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:১৬

সহেলী বলেছেন: বুঝতে পারলাম না কিছু ।
শুভকামনা রইল ।

২৪| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:১৬

চাঙ্কু বলেছেন: অনেক প্রিয় একটা কবিতা । অনেক দিন পরে পড়লাম । ধন্যবাদ

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:১৭

সহেলী বলেছেন: আমারও অনেক প্রিয় .....
আগের চেয়ে এখন আরো বেশী প্রিয় ।

২৫| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:৩৬

সামছা আকিদা জাহান বলেছেন: এটা আমার ভাললাগা কবিতা গুলোর একটি।



'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে --
কিছুই কি নেই বাকি?'

ধন্যবাদ।

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪১

সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকেও । ভাল থাকবেন ।

২৬| ১২ ই জুন, ২০০৯ রাত ৯:৫০

দণ্ডিত পুরুষ বলেছেন: শিমুল মুস্তাফার কন্ঠে এই কবিতার আবৃত্তি প্রতিদিন শুনি। একেবারে মুখস্থ হয়ে গেছে। এখনও শুনছি।

একটু রইলাম চুপ করে
তারপর বললেম রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।

এই না হলে রবীন্দ্রনাথ।

১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:০১

সহেলী বলেছেন: নতুন করে আবৃত্তি করেছে শারমিন আর মহিদুল । শারমিনের বিষয়ে চিন্তিত ছিলাম যে ওর কন্ঠ কেমন আসে !
শুনে মনে হোল মানিয়ে গেছে ।

হ্যা , এই না হলে রবীন্দ্রনাথ !

২৭| ১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:৪১

জুল ভার্ন বলেছেন: "আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
কিছুই কি নেই বাকি"-লাইন কটা আমার খুব প্রিয়...............

১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:০২

সহেলী বলেছেন: আপনি বিজ্ঞানের বিষয়ে আগ্রহী হবেন ভেবেছি , এমন কবিতাও যে আপনার পছন্দ জেনে ভাল লাগল ।
ধন্যবাদ ।

২৮| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৭

অপ্‌সরা বলেছেন: হুম। হুমম। হুমমম....

১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৩

সহেলী বলেছেন: হুম হুম করে কি ভয় দেখাচ্ছো ! নাকি মেনে নিচ্ছো !

২৯| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৭

শফিক আসাদ বলেছেন: কিছু কমেন্ট করলে আমার মূর্খতাটা আরেকটু প্রকাশতি হবে বৈ আর কিছু না, জানি, তারপরও ধন্যবাদ দেবার লোভটুকুন সামলানো গেলো না।
ধন্যবাদ সহেলী আপু।

১৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৫২

সহেলী বলেছেন: ধন্যবাদ তোমাকেও । ভাল থেকো নিরন্তর ।

৩০| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

রানা বলেছেন: রবি বাবুর এই কবিতাখানি গত তিন বছর যাবৎ বহন করছি আমার মোবাইলে। পরন্ত বিকেল বা অলস দুপুরে শুনি এর আবৃত্তি। অনেক আগে আমার মানি ব্যাগে দুটি কবিতার পেপার কাটিং ছিল। তার মাঝে এটি একটি, অন্যটি আহসান হাবিবের দোতালার ল্যান্ডিং.....

১৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৫

সহেলী বলেছেন: এ কবিতা ছেড়ে যাবে না , যাবার পথ নেই বলেই -- অনেকের জীবনে এটাকে সঙ্গী করে নিতে হল ।
কবিতার শেষ সান্ত্বনাটুকু অমিয়ধারা হয়ে বয়ে যায় মনে .....

অন্য কবিতাটাও আছে অডিওতে । তবে এ কবিতার মত করে আর ভোলায় না কোনটা আমায় ।

ভাল থাকবেন ।

৩১| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪১

এন এইচ আর বলেছেন: আমি কেমন্টামু না আমার কমেন্ট অনন্ত দা করে ফেলেছে..................

তাই ২২ নং কমেন্ট দেখুন.......

১৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৮

সহেলী বলেছেন: তোমার কমেন্ট করতে হবে না । তুমি যে ইতালীতে জমি কিনে রাখছো আমার জন্য দেশে আসবার সময় মনে করে নিয়ে এলেই হবে !
পোষ্ট ফিরিয়ে এনেছো দেখে ভাল লাগল ।

৩২| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলেছেন:
যাঁরা আমার প্রথম বক্তব্যে খোঁচা অনুভব করেছেন তাঁদেরকে দয়া করে মাতৃভাষা ব্যবহারে আরেকটু সংযত হবার জন্য অনুরোধ করছি। সব কবিতা সবার কাছে ভাল লাগে না। আর ব্যক্তিগত ভাবে রবীন্দ্রনাথের নাম শুনলেই ভক্তিতে লুটিয়ে পড়ার মধ্যে আমি নাই। কবিকে পাই তাঁর কবিতায়। 'হঠাৎ দেখা' লেখাটা কবিতা হিসেবে কোনদিনই আমার কাছে অনেক মহৎ ও সৃষ্টিশীল কিছু মনে হয়নি; এমন সাদামাটা লেখা আজকালকার ক্লাস নাইনটেনের বালকবালিকারাও হরহামেশা পয়দা করে চলেছেন। এটা একটা বড্ড গতানুগতিক গল্প। রবীন্দ্রনাথ ওসময়ে পরীক্ষানিরীক্ষার জন্যই নিছ ক এ গল্পটাকে কবিতার মতো পঙ্‌ক্তিতে ভেঙে দিয়ে সাজিয়ে দিলেন। তার গদ্য কবিতাগুলো সবই এরকম। তার গদ্যকবিতার স্টাইল বা রচনাশৈলির চেয়ে সে সময়ের সুকান্ত, জীবনানন্দের গদ্যকবিতা অনেক অনেক গুণে উন্নত ছিল। যাঁরা ভাষা ও ছন্দ নিয়ে পড়াশোনা ও চর্চা করেন, শুধু তাঁরাই এ জিনিসটা বুঝবেন। আর এসব বুঝতে হলে এবার আপনাকে 'নাইনটেন' থেকে একটু উপরে যেতে হবে। সবার জন্য সবকিছু না দাদারা।
এবার এই গল্পটি মনোযোগ দিয়ে পড়ে ভেতরের মাহাত্ম্য বুঝিয়ে বলুন আমাকে।


হঠাৎ দেখা

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি কোনদিন সম্ভব হবে। আগে ওকে বারবার লাল রঙের শাড়িতে দেখেছি- ডালিম-ফুলের মত রাঙা; আজ পরেছে কালো রেশমের কাপড়, দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে মাথায় আঁচল তুলেছে। মনে হল, নিজের চারদিকে কাল রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে, যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। আমার সমস্ত মনটা থমকে গেল :
চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে নমস্কার করলো। সমাজবিধির পথ খুলে গেল : আলাপ শুরু করলাম- 'কেমন আছো ', 'কেমন চলছে সংসার?' ইত্যাদি।
সে জানালার বাইরের দিকে চেয়ে রইল, যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে। অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব দিল, কোনটা বা দিলই না। হাতের অস্থিরতায় বুঝিয়ে দিল- কেন এ-সব কথা, এর চেয়ে চুপ করে থাকা অনেক ভাল।

আমি অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে ছিলাম। এক সময়ে আঙুল নেড়ে কাছে আসতে জানালো। মনে হল কম সাহস নয়- ওর এক বেঞ্চিতে বসলাম। গাড়ির আওয়াজের আড়ালে মৃদুস্বরে বললো, 'কিছু মনে কোরো না, সময় কোথায় সময় নষ্ট করবার! আমাকে পরের স্টেশনেই নামতে হবে; তুমি দূরে যাবে, তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, তোমার মুখে শুনবো। সত্য করে বলবে তো?'
আমি বললাম ,'বলব।'
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধালো, 'আমাদের যে দিন গেছে, একেবারেই কি গেছে- কিছুই কি বাকি নেই?'

একটুকু চুপ করে রইলাম; তারপর বললাম, 'রাতের সব তারাই দিনের আলোর গভীরে আছে।'

খটকা লাগল, কী জানি, বানিয়ে বললাম নাকি?
ও বললো, 'থাক, এখন যাও ওদিকে।'

সবাই পরের স্টেশনে নেমে গেল। আমি চললাম একা।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৫

সহেলী বলেছেন: "সব কবিতা সবার কাছে ভাল লাগে না।"---
আপনার কথা এটি । এর পরে আর বেশী কথা বাড়িয়ে লাভ কি !
ভাল থাকবেন ।

৩৩| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

কালপুরুষ বলেছেন: আবৃত্তি শুনে মনে হলো, হ্যাঁ শুনেছি। তবে পড়েছি কিনা আজ মনে নেই। তবে সেটা সম্ভবত আশির দশকের কথা। ভার্সিটিতে তখন বাৎসরিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর চলছে- হলের একটা মেয়ে এই কবিতাটা আবৃত্তি করছিল। আমি তখনো জানতাম না এটা রবি ঠাকুরের কবিতা। স্বরচিত কবিতা ভেবে আবৃত্তি শেষে বললাম, "চমৎকার লিখেছেন"। মেয়েরতো চক্ষু চড়ক গাছে। বললো আমি রবি ঠাকুর পড়েননা? আমি বললাম, পড়ি। সে জিভ উল্টিয়ে বললো- "মন্ড পড়েন"। আজ আবার কবিতাটা পড়ার পর কথাগুলো মনে হলো। হয়তো রাগ করে বা অপমানেই এই কবিতাটা আর পড়িনি। এখন মনে হলো খুব মিস করেছি না পড়ে। আরো কিছু ভাবনা মনে উঁকি দিত এই কবিতা পড়ার পর।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৬

সহেলী বলেছেন: এবার জানা গেল ঘটনা । তাইতো বলি কালপুরুষ দাদা এই কবিতা পড়ে নি !

৩৪| ১৩ ই জুন, ২০০৯ রাত ৮:১৯

মে ঘ দূ ত বলেছেন: আমিও আবৃত্তিটাই শুনেছিলাম। কবিতার নীচে আপনার লেখাগুলোও বেশ। আর আপনার মন্তব্যের উত্তরগুলোতো আরো এক খাটি সরেষ।

যে ছবিটি লাগিয়েছেন সেটিও মারহাবা টাইপের। ভালো ভালো।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৯

সহেলী বলেছেন: আপনার নামটাই চমৎকার ! তাই সবই ভাল লেগে যায় ।
হ্যা ভাই , পোষ্টে দেয়া ছবিটা আমার নিজেরই পছন্দের ছবি একটি ।
মেয়েটাকে রবীঠাকুরের কবিতার মেযেটির মতই মনে হয় -- কাল কাপড়ে একটা গভীর দূরত্ব তাকে ঘিরে রয়েছে !
শুভকামনা আপনার জন্য ।

৩৫| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:১৭

অদৃশ্য বলেছেন: সহেলী..............আপনি ঠিকই বলেছেন


শুভকামনা..........।

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:১৮

সহেলী বলেছেন: তোমার জন্যেও শুভকামনা ।

৩৬| ১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৮

জুল ভার্ন বলেছেন: আমি সর্বভুক প্রানীর মত। ছাপার অক্ষরে যাকিছু পাই, তাই রাত জেগে খাই(পড়ি)!

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৫০

সহেলী বলেছেন: বেশী পড়েন আবার বেশী ঘুরে বেড়ান । কাজ কর্ম কিছু করতে হয়তো না কি !

তবে আবার বেড়ানো বন্ধ করবেন না , বঞ্চিত হব বিভিন্ন ভ্রমন কাহিনী থেকে ।

৩৭| ১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৫৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: অনেক অনেক প্রিয় একটা কবিতা!
রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে......এর চেয়ে সত্য কিছু নেই।

১৬ ই জুন, ২০০৯ রাত ৮:১১

সহেলী বলেছেন: কিছু ভাল লাগছে না । প্রিয় কবিতাও কেমন ঝাপসা হয়ে যায় !

৩৮| ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১৩

শত রুপা বলেছেন: এই কবিতাটা একসময় দুই বন্ধু মিলে আবৃত্তি করতাম । আমি আনমনা হয়ে যেতাম।

১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫৩

সহেলী বলেছেন: আনমনা হয়ে যাবার কবিতা এটি , সান্ত্বনারও ।

৩৯| ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১৯

নকীবুল বারী বলেছেন: রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে

১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩

সহেলী বলেছেন: তাই তো আজ মনে হয় বার বার ।
ভাল থাকবেন ।

৪০| ১৬ ই জুন, ২০০৯ রাত ১:২৫

আহসান জামান বলেছেন: কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে জুন, ২০০৯ রাত ১২:০৩

সহেলী বলেছেন: এ কবিতা এখন আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে , প্রিয় কবিতা চোখের সামনে থাকবে তাই পোষ্ট দেয়া । আপনাদের ভাল লেগেছে দেখে ভাল লাগল ।

৪১| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩২

এন এইচ আর বলেছেন: এইটা কি হচ্ছে আপু সব পোস্ট ড্রাফট করা শুরু করছেন?

১৮ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৩

সহেলী বলেছেন: সব , সব কিছু -- জীবনের পাতায় লেখা সবঘটনাও যদি ড্রাফট করা যেত !
ভাবছি লেখা কিছু সরিয়ে ভাল থাকা যায় কিনা -- কিসে কি হবে জানি না ।

৪২| ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:০৯

মৃন্ময় আহমেদ বলেছেন: হ্যাঁ.. প্রিয় কবিতার একটি। তবে অনেকদিন পড়া হয়নি। ধন্যবাদ।

এ কবিতাগুলো এমনি... ক্যামেলিয়া'র কথা মনে পড়ে!

২৭ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

সহেলী বলেছেন: অনেক প্রিয় কবিতা আমার এটি ।
চোখের সামনে মনে হয় সব দেকতে পাচ্ছি -- কবিতা নয় যেন ছবি ।

৪৩| ২৯ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩৬

কাদা মাটি জল বলেছেন: অসম্ভব প্রিয় একটা কবিতা। এটা পড়েই আমি কবিতা পড়তে উৎসাহিত হয়েছিলাম।
ফেসবুকে শেয়ারড। বাটন কাজ করছেনা, তাই সামু গোণায় ধরলোনা। ক্ষমাপ্রার্থী। +

৪৪| ০৮ ই মে, ২০১১ বিকাল ৫:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই কবিতাটা পড়বো বলেই অনলাইন আসা।
গোগলে সার্চ দিয়ে সামুতেই আসলাম।
অসাধারণ কবিতা।

কবিগুরুকে নিয়ে আমার অনুভুতিগুলো পড়ে দেখতে পারেন।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

সহেলী বলেছেন: ধন্যবাদ।
অবাক হয়ে দেখি কতজন পড়ে এ কবিতা।

৪৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

সহেলী বলেছেন: প্রিয় কবিতার ছবিটা এডিট করে দিলাম, এটার জন্য এলাম ।

৪৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিগুরুর কবিতা এবং সবগুলো মন্তব্য পড়ে ফেললাম, খুব ভাল লাগলো।
একদিন কিছু একটা ভাবতে ভাবতে আমি "জানিনা" শিরনামে একটা কবিতা লিখে ফেললাম। কবিতাটা একটা বাংলা কবিতার ওয়েব সাইটে পোস্টও করলাম। একজন পাঠক কবিতাটাকে পছন্দ করে ফেললেন এবং কবিগুরুর এই "হঠাৎ দেখা" কবিতার প্রসঙ্গ টেনে আনলেন। বলতে লজ্জা নেই যে আমি তখনো কবিগুরুর এই "হঠাৎ দেখা" কবিতার সাথে পরিচিত ছিলাম না, যদিও এই কবিতার 'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে' কথাগুলো বহুবার শুনেছিলাম, পড়েছিলাম এবং পরীক্ষাায় কোটেশন হিসেবে লিখেওছিলাম। আমার কবিতার শিরোনামটা পাঠক ভদ্রলোকের পছন্দ হয়নি, তাই আমি পরে শিরোনামটা বদলে "কল্পনায় মুখচ্ছবি" রেখেছি।
আপনি আগ্রহী হলে আমার এই কবিতাটা এই লিঙ্কে পড়ে নিতে পারেনঃ কল্পনায় মুখচ্ছবি

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

সহেলী বলেছেন: সময় করে পড়ে নেব ।
আমার প্রিয় কবিতায় অনেকের ভাল লাগা।

৪৮| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:০৩

মেহবুবা বলেছেন: 31874 বার পড়া হয়েছে এটি । রবী ঠাকুরের কবিতা বলেই এমন হলো!

৪৯| ১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

মেহবুবা বলেছেন: আমি এবার পড়বার আগে এটি সাতান্ন হাজার সাতান্ন (৫৭০৫৭) বার পড়া হয়েছে!!!
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে কথা !

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.