![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি উচুঁ দালানের
ছোট্ট কোঠায় থাকি
আমার এখন হারাবার
নেইতো কিছু বাকী
হারাবার যা ছিল
হারিয়েছি কবে
ভেবে না পাই, এনেছি কী
যখন, জন্মেছি এই ভবে
আমি,তুমি, সবার মাঝে
ভালোবাসা অপার
তবে কেন বলে লোকে
অনিত্য নাকি, এ সংসার
ছোট্ট এ জীবনে মোদের
চাহিদার নেই শেষ
চাহিদার অনলে পুড়ে
কত লোক, কত দেশ বিদেশ
একি রক্ত মাংসে গড়া মানুষ
বিভেদ যে কত
স্বার্থ,ধর্ম,ব্যাক্তি বিশেষের লাগি
হানাহানিতে রত
ভালোবাসার কথা না কহিয়া
যদি সকলে ভালোবাসাই দেখাইতো
রংয়ে রংয়ে রাঙ্গা হয়ে
পৃথিবী সাজিত ।।
©somewhere in net ltd.