![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে তোর দু-চোখে আমার দু-চোখ রাখি,
ইচ্ছে করে তোর গায়ের সুবাস, আমার শরীরে মাখি।
ইচ্ছে করে তোর খোপাতে হব জবা ফুল
গলায় হব গলার মালা, কানে কানের দুল।
ইচ্ছে করে ভিজাবো তোরে,হয়ে বর্ষার জল,
তোর কোমল অঙ্গে লেপ্টে রব, হয়ে শাড়ির আচল।
ইচ্ছেগুলো ইচ্ছে রবে হবে না তো পূরণ
তোকে ঘিরে ইচ্ছে যতো, বাড়ায় মনের দহন ।।
©somewhere in net ltd.