![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে যে আসি বলে গেল
আমি তার প্রতীক্ষায় দিগন্তের পানে চেয়ে রই
পূব আকাশের সূর্যিমামা ঈষাণ কোণে অস্ত যায়
সে তো আসি বলে এখনো এল না
কতো শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত আসে, আবার চলে যায়
সে যে আসি বলে গেল আজও এলো না
সে কি ফিরবে নাকি কভু ফিরবে না
সে যে আসি বলে গেল
আমি তার প্রতীক্ষায় দিগন্তের পানে চেয়ে রই
সে যে আসি বলে গেল আজও ফিরল না ।।
©somewhere in net ltd.