![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এবং আমিত্ব
সবই যে ভাই অনিত্য।
নিজের দেহের কথা বলি
দেহের কথা বলতে গিয়ে
বুক উঠিল ফুলি
দেহ যদি আমার হইত
আমার আদেশ সব শুনিত
কথায় কথায় রোগ না হইত
সুখ সদা পাশে রইত
দুঃখ কভু না আসিত
রূপ যৌবন না যাইত
মৃত্যু কভু না হইত
আমার এবং আমিত্ব
সব লাগে অনিত্য।
মাতা পিতা ভাই বন্ধু
আত্মীয় স্বজন সবি
প্রতিক্ষনেই আপন আপন
সকলে করে দাবী
সত্যি যদি আপন হইত
আমার বেদনায় ব্যথা পাইত
আমার রোগে তারা কষ্ট পাইত
মৃত্যকালে সঙ্গে যাইত
এমন কভু হয় নাইকো
কারণ আমার এবং আমিত্ব
সকলি যে অনিত্য ।।
©somewhere in net ltd.