![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিক নিস্তব্ধ
থেমে গেছে সব কোলাহল
দূরে সেই নিশাচর পেঁচার আওয়াজ
ক্ষীণ হয়ে গেছে
কিন্তু কোথায় যেন এক হাহাকার শুনতে পাই
চারিদিকে খুঁজি কই কোথাও কেহ নেই
সব তো আগের মতই রয়ে গেছে
পূণরায় ফিরে আসি নিজ অবস্থানে
সেকি হাহাকার যে থামেনি এখনো
আমি চুপটি করে খুজেঁ ফিরি
সেই হাহাকার ধ্বনির উৎপত্তিস্থল
সেকি হাহাকার ধ্বনি যে ভেসে আসছে
আমার হৃদয় হতে
কিন্তু কেন,কিসের এত হাহাকার
কিবা লাভের আশায় অন্তরের করুণ চিৎকার.????
©somewhere in net ltd.