![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি কি যে করি
তোমার প্রেমে পরে আমি
না বাঁচি না মরি।
প্রেম ব্যাধি লাগাইছ মনে আমার
ঘরে থাকিতে না পারি
তুমি আছ সুখে
আমি জ্বালায় মরি।
বন্ধু বান্ধব সকলে জানে
জানে পাড়ার লোকে
সব জানিয়া
কেমনে সে না বুঝিয়া থাকে???
নাইবা যদি বুঝ তুমি
আমার মনের কথা
জেনে রাখ না বুঝিয়াই
দিচ্ছ মনে ব্যাথা।।