![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রেমে আমি অন্ধ নই,
তোমার প্রেমে পড়ে দৃষ্টি হয়েছে প্রসারিত
তোমার ভালোবাসায় মত্ত নই
কারণ তোমাকে ভালোবেসে হয়েছি দৃঢ়
তোমাকে আমি এতটাই ভালোবাসি
কখনো তোমার ক্ষতি হবে
এ ভেবে তোমাকে কাছে পাওয়ার ভাবনা কল্পনায় আসে না।
কখনো ভাবিনি তোমাকে আমার ভালোবাসার নগ্ন দেবী হিসেবে গড়বো।
তোমার প্রতি আমার ভালোবাসা নিতান্তই আপন
একান্তই গোপন যা তুমি বুঝবে কখনো জানবে না ।।
©somewhere in net ltd.