![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটি পায়রা অনেক স্বপ্ন তার ডানা মেলে উড়বে ঐ বিশাল নীল আকাশের বুকে। যখন সে ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে ধাবিত হয় তখন কোথা থেকে অদৃশ্য শিকল পায়রাটিকে জড়িয়ে নেয় আষ্টে পিষ্টে। শিকলটির অদ্ভুত এক ধরণ যতবার পায়রাটি ছিড়তে চেয়েছে , ততবার আরো শক্তভাবে শিকলটি জড়িয়ে নিয়েছে তাকে।ব্যর্থ মনে পায়রাটি এক দৈবিক দর্পণে নিজেকে দেখে, সে দর্পণে শিকলে আবদ্ধ তার ধূসর প্রতিবিম্ব দেখতে পায়। সে নিরাশ হয় ঠিকি কিন্তু সেই নিরাশাকে পুজি করে আশায় বুক বাধে সে এবং পুণরায় সচেষ্ট হয় শিকল ছিড়ে স্বপ্নপূরণ এর লক্ষে।।
©somewhere in net ltd.