![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুদ নিয়মকানুন,শোষণ নিপীড়নে
মন হয় যখন চঞ্চল ও ব্যাকুল
প্রতিবাদ প্রতিরোধে তখন
জাগে মনে @ক্ষ্যাপা বাউল ।
ভবে আমার আমার যতই করি
আমার কিছু নয় ;
নেংটা এসে,ঘুরে ফিরে, যাব নেংটা হই ।
ভবে, ধনী গরীব যে হবে হউক
আজ কিংবা কাল
অনিত্য সংসারও মাঝে
সবাই @ভবের কাঙ্গাল ।
কেহ ভালবাসে আবার ঘৃণা করে কেহ
আপন মনেই বাজে সদা
আমার @ভাঙ্গা রেডিও ।
ভব যদি নদী হয়
মনব ডিঙ্গা তাহার
মন হল বিচিত্র মাঝি
আমার @ভবের ডিঙ্গার।
বিজ্ঞতার কমতি আছে
তাই আমি অজ্ঞ
নিজের ঘাটতি ধরতে পারাই
@অজ্ঞ পন্ডিত নামের মাধুর্য্য ।।
©somewhere in net ltd.