![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের নিস্তব্ধ শহরে
লেম্পপোস্টের আলোয়
রাঙ্গা ফাকা রাজপথ
হালকা ঠান্ডা কুয়াশার মাঝে
হানিকারক উষ্ণতা নিতে নিতে
দুই বন্ধুর রাত্রিকালীন রিক্সা ভ্রমণ
রিক্সার হালকা ঝাকুনিতে
মাঝে মাঝে কেটে যাওয়া
বাউল গানের সূর সংগীত,
তার সাথে রিক্সওয়ালার
দুঃখের জীবন কাহিনী
সব ব্যস্ত সকালের
চায়ের কাপের সহিত
মিশে যাবে, রয়ে যাবে
এক আনন্দঘন স্মৃতি হয়ে
যা একদিন হয়ত চায়ের কাপে
তুলবে আড্ডার ঝড় ।।
©somewhere in net ltd.