নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবের ডিঙ্গা

এ জগত সংসার বিশাল এক সাগর সেই সাগরের মাঝে আমি ভাসমান এক ছোট্ট ডিঙ্গা

ভবের ডিঙ্গা › বিস্তারিত পোস্টঃ

একটু সতর্কতা

০৮ ই মে, ২০১৫ রাত ১:০২


"দুই বন্ধু রিক্সা করে যাচ্ছে তাদের রিক্সার পাশ দিয়ে এক সুন্দরী ললনা যাচ্ছে রিক্সা চড়ে, হঠাৎ এক বন্ধু মেয়েটিকে লক্ষ্য করে বলল, এই যে শুনুন আপনার ওড়না ঠিক করুন, মেয়েটা ছেলটির দিকে ঘৃণা ভরে তাকাল আর মুখে কয়েকটি ইংরেজী গালি দিতে দিতে মুখ ফেরাল কিন্তু মেয়েটির রিক্সা কিছুদূর যেতে না যেতেই মেয়েটি হঠাৎ রিক্সা থেকে ছিটকে রাস্তায় পরে গেল, না ছেলেটির কারণে নয় আসলে মেয়েটির ওড়না রিক্সার চাকার সাথে জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা।"এটি একটি কাল্পনিক গল্প কিন্তু বাস্তবে এমন ঘটনা অহরহ ঘটছে, একটু অসতর্কতার দরুণ অকালে অনেকে প্রাণ হারাচ্ছেন।এই তো সেদিন প্রত্রিকায় পড়লাম সি.এন.জি এর চাকায় ওড়না জড়িয়ে যাওয়ায় এক কলেজ ছাত্রীর মৃত্যু। তাই সকল মা,বোনদের কাছে অনুরোধ আপনি যতই আধুনিক হননা কেন যাত্রাকালীন সময়ে একটু সতর্কতা অবলম্বন করুন, গাড়িতে বসার সময় সংযত হয়ে বসুন সতর্ক থাকুন যাতে এই রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.