![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি এসেছে আজ
বহু প্রতীক্ষার পর
বৃষ্টির শীতল ছোয়ায়
সিক্ত হয়েছি আজ
নীল লাল সাড়িতে জড়িয়ে
কখনো মনে বৃষ্টি আসতেও পারে
কিন্তু কালো মেঘের এই বৃষ্টি
সেই বৃষ্টির চেয়েও দিগুণ
আবেগ তাড়িত করে
তপ্ত প্রখর খরতাপে
তার প্রতীক্ষায় রাখে
মনের বৃষ্টি আসুক বা নাই আসুক
তাহার প্রতীক্ষায় থাকি কিংবা নাই থাকি
বর্ষায় বৃষ্টি তুমি এসো বারেবারে
আমি তোমার প্রতীক্ষায়
চেয়ে রবো নীল আকাশের পানে ।।
©somewhere in net ltd.