![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখে পরনে তোমার নীল শাড়ি
প্রচন্ড তাপদাহে পিঠে জমেছে তোমার
মুক্তো দানার ন্যায়
বিন্দু বিন্দু নোনা জল
অসহ্য এই তাপদাহের মাঝেও তোমার মুখে
হাসির এতটুকুন কমতি নেই
উৎসুক নয়নে এদিক ওদিক তাকাতেই
তোমার চোখ পরলো আমার দু-চোখে
তোমার চোখের আড়াল হওয়া আগেই
বললে আমায়
" আজ দুজনেই কাপড় পরেছি নীল
দেখেছেন আপনার সাথে আমার কত মিল "
তোমার কথার জবাব হয়ত দিতে পারতাম
কিন্তু
এরপরও এক মলিন হাসিতে
যেন সব গোপন করেছি আমি
সত্যি বলতে
তোমার শাড়ির ওই নীল রংয়ের মতন
তোমায় না বলা ভালোবাসার
নীল রংয়ে আমি নির্বাক
আমি নিস্তব্ধ হয়ে গেছি আজ ।।
©somewhere in net ltd.