নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতো।

ফুয়াদ মাহমুদ

ফুয়াদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল কোনটি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

বাংলাদেশে এই মূহুর্তে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল জি বাংলা। অনাকাংখিত হলে আমি এই ব্যপারে ১০০% নিশ্চিত।



আপনার কি অভিমত?



দ্বিতীয় স্থানে কি এনটিভি অথবা চ্যানেল আই থাকবে? এই ব্যাপারে অবশ্য সন্দিহান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

ভোরের সূর্য বলেছেন: অনাকাংখিত হলেও আমার মনে হয় মানে সবার কাছে যা শুনি সেটা হচ্ছে স্টার জলসা তার পর মনে হয় স্টার প্লাস। তারপর হয়তো জি বাংলা।বাংলাদেশের চ্যানেলগুলো মনে হয় অনেক পেছেনে পড়ে থাকবে। আমার যতদূর মনে হয় খবর এবং টকশো বাদে অন্যকিছু দেখার লোক কম।

ব্যাক্তিগত ভাবে আমি যদিও ডিসকভারি চ্যানেলের বাংলা ভার্সন পছন্দ করি তারপর এইচবিও,স্টার মুভিজ এবং ওয়ারনার ব্রাদার্স আর খবর এবং টকশোর জন্য বাংলাদেশের চ্যানেল।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আক্তারজানু বলেছেন: এতে বাংলাদেশী দর্শকদের দোষ দেয়া যাবে না। দোষ যত নির্মাতাদের বা তাদের যোগ্যতার। কারণ তারা বাংলাদেশী দর্শকদের কাছে টানতে পারে না। আবার আছে বিরক্তিকর 'বিজ্ঞাপন' । গত ঈদের একটি পূর্ণাঙ্গ একটি নাটকও দেখতে পারিরি বিরক্তিকর বিজ্ঞাপনের জন্য। আবার ঐ সব চ্যানেলের মতো করে কোন 'আদালত', 'সিআইডি', ক্রাইম প্রেট্রোল' 'আহদ', 'বাহা', ............... ইত্যাদির মতো সিরিয়াল বানাতে পারে না বা বানানোর যোগ্যতা রাখে না। কারণ এক্ষেত্রে প্রচুর মেধার দরকার হয়। বাংলাদেশী নির্মাতারা মেধা কই? এটা তাদের ব্যর্থতা দর্শকদের নয়।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাংলাদেশে মেধার অভাব নেই, অভাব শুধু প্রকৃত বিনিয়োগকারী ও প্রকৃত ব্যবসায়ীদের (আছে শুধু চামড়াখোর)। নইলে চ্যানেল ১৬, মুহনা, মাইটিভি আরো অনেকগুলা বালছাল কিভাবে পারমিশন পায়?

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

বাংলার ঈগল বলেছেন: একটু ঘুরে আসুন- নিচের লিঙ্কে --

হিন্দি সিরিয়াল -----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.