![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
অভিনয়ের পাঠটা বেশ ভালই
রপ্ত করেছিলে তুমি,
নিজের সবটুকু আদায়ে
তোমার জুড়ি নেই।।
তোমার ছলনার জালে আটকে
কতজন ! হারালো তাদের পথ ,
ছন্নছাড়া বাউন্ডলের মত ঘুরে ,
অবশেষে নাকে খঁত ।
এমনি করেই জ্বালিয়ে দিলে
কত সম্ভাবনার মুকুল,
ঐ রুপের মোহে পড়ে
ঝরে গেল কত ফুল।
ছলনার জালে বিপন্য প্রতিভা
কত ! হারায়েছে সব কুল ।
বিষাক্ত কালো ভ্রমরের মত
ফুটিয়েছ কত হুঁল !!
মুখ লুকিয়ে কাঁদলেই কি আর
মুছে যাবে সেই ভুল ??
নিজের গড়া ছলনায় শেষে
নিজেই জড়ালে হেসে ,
বিচুর্ন সেই হৃদয় গুলোর
অশ্রুতে গেলে ভেসে !!!